ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্র গম মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, খুচরো বিক্রেতা, বড় সরবরাহকারী, পাইকারি বিক্রেতা সহ সকলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। গম মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত

Posted On: 12 JUN 2023 8:16PM by PIB Kolkata


নতুন দিল্লি, ১২ জুন, ২০২৩


সামগ্রীক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার লক্ষ্যে ও অযথা মজুত রুখতে ভারত সরকার গম মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা, বড় সরবরাহকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ১২ জুন ২০২৩ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আপাতত তা ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে।


পাইকারি বিক্রেতাদের জন্য মজুত ক্ষমতা ৩ হাজার মেট্রিকটন এবং খুচরো বিক্রেতাদের জন্য ১০ মেট্রিকটন ধার্য করা হয়েছে। বড় সরবরাহকারী তাদের প্রতিটি আউটলেটে ১০ মেট্রিকটন গম মজুত রাখতে পারবে। প্রত্যেকে নিজেদের এই মজুত ক্ষমতা সম্পর্কে নিয়মিত ভাবে নিম্নলিখিত পোর্টালে তথ্য আপডেট করতে হবে বলে জানিয়েছেন খাদ্য ও গণবন্টন দপ্তর। https://evegoils.nic.in/wsp/login । কোন কারণে যদি বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে মজুতের পরিমাণ বেশি থাকে, তবে আগামী ৩০ দিনের মধ্যে তা নিম্নলিখিত সীমাবদ্ধতায় নিয়ে আসতে হবে।

কেন্দ্র সরকার কেন্দ্রীয় মজুত ভান্ডার থেকে খোলা বাজারে ১৫ লক্ষ মেট্রিকটন গম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গমের মূল্যবৃদ্ধি রুখতে এই সিদ্ধান্ত।

চালের ক্ষেত্রেও কেন্দ্রীয় মজুত ভান্ডার থেকে খোলা বাজারে চাল ই-নিলামের মাধ্যমে চাল দেওয়া হবে।

বর্তমানে খাদ্য ও গণবন্টন দপ্তর গম এবং চালের মজুতের ওপর কড়া নজর রেখেছে। মূল্যবৃদ্ধি রুখতে সরকারের এই পদক্ষেপ।


CG/PM/AS



(Release ID: 1931927) Visitor Counter : 129