কয়লামন্ত্রক
কয়লা মন্ত্রক ২২ টি কয়লা খনির স্বত্ব বিলির নির্দেশ জারি করেছে কয়লার মজুত ভাণ্ডারের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৩৭৯.৭৮ মিলিয়ন টন বাণিজ্যিক নিলামের আওতায় এ পর্যন্ত ৭৩ টি কয়লা খনির স্বত্ব বিলির নির্দেশ জারি করা হল
Posted On:
08 JUN 2023 4:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ ই জুন ২০২৩
কয়লা মন্ত্রক আজ বাণিজ্যিক কয়লা খনি নিলামের আওতায় সফল দরদাতাদের মধ্যে ২২ টি কয়লা খনির স্বত্ব বিলির নির্দেশ জারি করেছে। এই ২২ টি কয়লা খনির মধ্যে ১১ টি কয়লা খনি (বিশেষ সংস্থান) আইন ২০১৫-র আওতাধীন, বাকিগুলি খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭-র অধীনে রয়েছে। ১৬ টি কয়লা খনিতে পূর্ণ
এবং ৬টিতে আংশিকভাবে অণ্বেষণ চালানো হয়েছে।
এই ২২টি খনি থেকে বছরে সর্বোচ্চ ৫৩ মিলিয়ন টন কয়লা উত্তোলন (পিক রেটেড ক্যাপাসিটি-পিআরসি) করা যেতে পারে। এগুলিতে প্রায় ৬,৩৭৯.৭৮ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে, যার থেকে বার্ষিক ৯,৮৩১ কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা করা হচ্ছে। এজন্য মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭,৯২৯ কোটি টাকা। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭১,৪৬৭ জনের কর্মসংস্থান হবে।
এই ২২ টি কয়লাখনিকে ধরে কয়লামন্ত্রক এ পর্যন্ত বাণিজ্যিক নিলামের আওতায় মোট ৭৩ টি কয়লা খনির স্বত্ব বিলি করল। এগুলির সম্মিলিত বার্ষিক উত্তোলন ক্ষমতা (পিআরসি) ১৪৯.৩০৪ টন। এর জেরে রাজ্যসরকারগুলির বার্ষিক ২৩,০৯৭.৬৪ কোটি টাকা রাজস্ব আদায় হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ২,০১,৮৪৭ জনের।
CG/SD/SG
(Release ID: 1930809)
Visitor Counter : 262