প্রতিরক্ষামন্ত্রক

কমোরস-এর পোর্ট অ্যাঞ্জুয়ান-এ ভারতীয় নৌবাহিনীর আইএনএস ত্রিশূল

Posted On: 02 JUN 2023 12:50PM by PIB Kolkata

                                                                                                                                                               নয়াদিল্লি, ২ জুন, ২০২৩
 
দূরবর্তী অঞ্চলে ভারতীয় নৌ-বাহিনীর উপস্থিতির একটি প্রতীক হিসেবে আইএনএস ত্রিশূল রণতরীটি কমোরস-এর অ্যাঞ্জুয়ান দ্বীপে নোঙর ফেলে গত ৩১ মে। ঐদিন থেকে আজ অর্থাৎ, ২রা জুন পর্যন্ত এই রণতরীটি অ্যাঞ্জুয়ান বন্দর এলাকায় অবস্থান করবে।

ভারতীয় নৌ-বাহিনীর এই বিশেষ সফরকালে কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন কপিল কৌশিক অ্যাঞ্জুয়ান-এ পদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। অ্যাঞ্জুয়ান বন্দরে অবস্থানকালে কমোরস-এর সেনাবাহিনী ও উপকূলরক্ষীদের সঙ্গে পেশাদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। কমোরস-এর প্রতিরক্ষা বাহিনীগুলির সঙ্গে যৌথ উদ্যোগে যোগচর্চার একটি সেশনও অনুষ্ঠিত হয় আইএনএস ত্রিশূল জাহাজটিতে।

ওবিএম-এর রক্ষণাবেক্ষণ সম্পর্কিত একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয় কমোরস উপকূলরক্ষী বাহিনীর কর্মীদের জন্য। এছাড়াও, পোর্ট কন্ট্রোলে যোগাযোগ সম্পর্কিত বিভিন্ন সাজসরঞ্জাম ও যন্ত্রপাতির সংস্কার ও মেরামত সম্পর্কেও এই জাহাজটিতে ঐ দেশের উপকূলরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়। পোর্ট কন্ট্রোলে একটি নেভিগেশন রেডার ডিসপ্লে ডিভাইসও সংস্থাপন করা হয়।

অ্যাঞ্জুয়ান দ্বীপের স্থানীয় অধিবাসীদের জন্য এই জাহাজটিতে একটি চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুযোগ গ্রহণ করেন প্রায় ৫০০ জন। চোখ, হার্ট এবং ইএনটি বিশেষজ্ঞরা স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শও দেন। কমোরস প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের জন্য প্রাণরক্ষার উপায় ও মাধ্যম সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয় এই জাহাজটিতে।

বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারে ভারতের অঙ্গীকার এবং নৌ-নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতা প্রসারের একটি উদ্যোগ হিসেবে আইএনএস ত্রিশূল রণতরীটি ঐ দ্বীপে তিনদিন অবস্থান করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতেও ভারতের বিভিন্ন রণতরী নিয়মিতভাবে কমোরস সফর করে এসেছে।

CG/SKD/DM/



(Release ID: 1929830) Visitor Counter : 87