প্রধানমন্ত্রীরদপ্তর

হিরোশিমায় মহাত্মা গান্ধী আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন প্রধানমন্ত্রীর

Posted On: 20 MAY 2023 8:12AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এবং সংসদ সদস্য নাকাতানি জেন, হিরোশিমা শহরের মেয়র কাজুমি মতসুই, হিরোশিমার সিটি অ্যাসেম্বলির স্পিকার তাতসুনোরি মোতানি, হিরোশিমার সাংসদগণ ও সরকারি আধিকারিক, সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায় এবং মহাত্মা গান্ধীর অনুরাগীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ১৯-২১ মে জি-৭ শীর্ষ বৈঠকে প্রধানমন্তত্রীর জাপান সফর উপলক্ষে দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক হিসাবে ভারত সরকারের পক্ষ থেকে এই আবক্ষ মূর্তি হিরোশিমা শহরকে উপহার হিসাবে দেওয়া হয়েছে।

ব্রোঞ্জের তৈরি ৪২ ইঞ্চি উচ্চতাসম্পন্ন এই আবক্ষ মূর্তিটি নির্মাণ করেছেন পদ্মভূষণ জয়ী ভাস্কর শিল্পী শ্রী রামভাঞ্জি সুতার। হিরোশিমায় পরমাণু বোমায় নিহতদের স্মৃতিতে নির্মিত সৌধ, যেখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন, তার সন্নিকটে ঐ আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছে।

এই জায়গাটি শান্তি ও অহিংসার প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে। শান্তি ও অহিংসার জন্য মহাত্মা গান্ধী তাঁর জীবন উৎসর্গ করেছেন। এই জায়গাটি প্রকৃত অর্থে গান্ধীজীর নীতি ও জীবনাদর্শের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে, যা গোটা বিশ্ব এবং নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করে যাবে।

 

PG/MP/SB



(Release ID: 1926227) Visitor Counter : 236