প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা উৎপাদন এই প্রথম ১ লক্ষ কোটি টাকার লক্ষ্যসীমা ছাপিয়ে গেল


২০২২-২৩ অর্থ বছরে এই উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা, ২০২১-২২ অর্থ বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি

Posted On: 19 MAY 2023 10:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২৩


প্রতিরক্ষা মন্ত্রকের নিরলস প্রয়াসের ফলে ২০২২-২৩ অর্থ বছরে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য এই প্রথম ১ লক্ষ কোটি টাকা ছাপিয়ে গেল। বর্তমানে এই উৎপাদন মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৮০০ কোটি টাকা। বেসরকারি প্রতিরক্ষা উৎপাদন কোম্পানিগুলি থেকে অবশিষ্ট পরিসংখ্যান পাওয়া পর্যন্ত এই মূল্য আরও বৃদ্ধি পাবে। ২০২২-২৩ অর্থ বছরে প্রতিরক্ষা উৎপাদনের বর্তমান মূল্য ২০২১-২২ অর্থ বছরের তুলনায় ১২ শতাংশের বেশি ছাপিয়ে গেছে। ঐ সময়কালে এই উৎপাদন মূল্যের পরিমাণ ছিল ৯৫ হাজার কোটি টাকা।

সরকার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে নিরন্তর কাজ করে চলেছে যাতে করে দেশে প্রতিরক্ষা উৎপাদন প্রসারের পথে বাধাগুলি দূর করা যায়। সরবরাহ শৃঙ্খলে স্টার্ট-আপ এবং এমএসএমই-কে সংযুক্ত করে ব্যবসার স্বাচ্ছন্দ্য অর্জনের লক্ষ্যে একগুচ্ছ নীতিগত সংস্কারও ঘটানো হয়েছে।

এইসব নীতিগত কারণে স্টার্ট-আপ, এমএসএমই এবং শিল্পসমূহ দ্বারা প্রতিরক্ষা নকশা, নির্মাণ ও উৎপাদনে বৃদ্ধি ঘটানো হচ্ছে। এছাড়াও, বিগত ৭-৮ বছরে সরকার সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে প্রতিরক্ষা লাইসেন্স প্রদানের কাজ প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি করেছে। এই সমস্ত ব্যবস্থার ফলে দেশে প্রতিরক্ষা শিল্প তৈরির পরিমন্ডল সম্প্রসারিত হয়েছে এবং বিরাট সংখ্যাক কর্মসংস্থান সম্ভাবনার সৃষ্টি করেছে।

 


PG/AB/DM/


(Release ID: 1925583) Visitor Counter : 186