নির্বাচনকমিশন
কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ৩৭৫ কোটি টাকারও বেশি পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে
Posted On:
09 MAY 2023 1:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০২৩
ভারতের নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই অঙ্গ হিসাবে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের প্রচারে অর্থ ব্যয়ের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের নির্বাচনের প্রাক্কালে সাড়ে চার গুণ বেশি পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশন কর্ণাটকের পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেয়। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করার সময় বলেছিলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সবধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভোটারদের কেউ প্রভাবিত করতে না পারেন। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নজরদারি চালানোর ফলে মোট ৩৭৫ কোটি ৬১ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিমাণ প্রায় ২৮৮ কোটি টাকা। রাজ্য জুড়ে ১৪৬ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। কমিশন ৮১টি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে নগদ অর্থ, বিভিন্ন ধরনের মাদক সামগ্রী, মূল্যবান ধাতু সহ নানাধরনের উপহার বাজেয়াপ্ত করা হয়েছে।
কমিশন কর্ণাটকের প্রতিবেশী রাজ্যগুলির সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য পুলিশ, আয়কর দপ্তর, ইডি, আরপিএফ, জিআরপি, সিআইএসএস, এনসিবি এবং ডিআরআই – এর মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
PG/CB/SB
(Release ID: 1922804)
Visitor Counter : 160