বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতায় জাতীয় প্রযুক্তি দিবস উদযাপিত হবে আগামী ১১ মে

Posted On: 08 MAY 2023 12:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মে, ২০২৩


এ বছর জাতীয় প্রযুক্তি দিবস উদযাপনের মূল থিম হিসাবে তুলে ধরা হবে ‘অটল টিঙ্কারিং ল্যাবস’-এর চিন্তাভাবনাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৬-তে এই বিষয়টির ওপর ভিত্তি করে এক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হয়। এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি, জীবপ্রযুক্তি, সিএসআইআর, ভূ-বিজ্ঞান এবং মহাকাশ ও পরমাণু শক্তি সহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্মী ও আধিকারিকদের যৌথ উদ্যোগে আগামী ১১ মে বিশেষ গুরুত্বের সঙ্গে এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং। তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রক ও দপ্তরগুলির মধ্যে সমন্বয় প্রচেষ্টার ক্ষেত্রে যাতে কোনরকম ফাঁকফোকর না থাকে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সম্মিলিতভাবে এই বিশেষ দিনটি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডঃ জিতেন্দ্র সিং বলেন, গত ৯ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত যথেষ্ট এগিয়ে গেছে। মূলত, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।  উন্নয়নের চালিকাশক্তি হিসেবে দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রচেষ্টাকে স্বীকৃতি জানানোর ক্ষেত্রে এর থেকে আর ভালো দিন হতে পারে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ডঃ জিতেন্দ্র সিং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। জাতীয় প্রযুক্তি দিবস উদযাপনের কর্মসূচি স্থির করাই ছিল এই বৈঠকের বিশেষ উদ্দেশ্য।


PG/SKD/DM/



(Release ID: 1922727) Visitor Counter : 115