প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতের বৈচিত্র্য বিশিষ্টতায় সমুজ্জ্বল, ভারতবাসী হিসাবে আমাদের সেজন্য গর্বিত হওয়া উচিৎ
সৌরাষ্ট্র তামিল সঙ্গমম – এর সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
26 APR 2023 11:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২৩
স্বাধীনতার অমৃতকালে সৌরাষ্ট্র তামিল সঙ্গমম – এর মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপন আমরা প্রত্যক্ষ করছি। এই উৎসব শুধুমাত্র তামিলনাডু বা শুধু সৌরাষ্ট্রের নয়। এ হ’ল দেবী মীনাক্ষী এবং দেবী পার্বতীর শক্তির এক মিলিত উপাসনা। আবার, ভগবান সোমনাথ এবং ভগবান রামনাথের উপাসনার মধ্য দিয়ে এ হ’ল শিব শক্তির এক বিশেষ আরাধনা। এই সঙ্গম তথা মিলনোৎসব অনুষ্ঠিত হচ্ছে সুন্দরেশ্বর ও নাগেশ্বরের এই পুণ্য ভূমিতে। শ্রীকৃষ্ণ ও শ্রীরঙ্গনাথ, নর্মদা ও ভাগাই, ডান্ডিয়া ও কোলাথামের এ হ’ল এক বিশেষ মিলন অনুষ্ঠান। পুরীর ঐতিহ্য অনুসরণে দ্বারকা ও পুরীর মধ্যে পবিত্র ঐতিহ্যের এ হ’ল এক বিশেষ উদযাপন। তামিল সৌরাষ্ট্র সঙ্গমম হ’ল সর্দার প্যাটেল ও সুব্রহ্মনিয়াম ভারতীর দেশাত্মবোধে উজ্জীবিত এক সংকল্প বিশেষ। জাতি গঠনের কাজে এই ঐতিহ্যকেই ভবিষ্যতের লক্ষ্যে আমাদের অনুসরণ করে যেতে হবে।
আজ সৌরাষ্ট্র তামিল সঙ্গমম – এর সমাপ্তি পর্বের অনুষ্ঠানে ভাষণদানকালে এই অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ভিডিও কনফারেন্সের মঞ্চে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন সমবেত শ্রোতা-দর্শকদের উদ্দেশে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত বৈচিত্র্যকে বরাবরই এক বিশেষ দৃষ্টিতে দেখে এসেছে। এদেশে রয়েছে বহু ভাষা ও শিল্পকলার এক অশেষ বৈচিত্র্য। ভারতের বিশ্বাস ও আধ্যাত্মিকতা বোধের মধ্যে মিশে রয়েছে বৈচিত্র্যের এই মূল সুরটি।
প্রধানমন্ত্রীর মতে, এই বৈচিত্র্য আমাদের কখনই পরস্পরের থেকে বিচ্ছিন্ন হতে দেয়নি, বরং এর মধ্য দিয়েই অটুট হয়ে উঠেছে আমাদের পারস্পরিক সম্পর্কের নিবিড় বন্ধন। নানা স্রোতোধারায় বহমান অনেকগুলি নদীর মিলন ক্ষেত্রের মতোই বহু বৈচিত্র্যের সমাগম ঘটে ভারতের সুপ্রাচীন উৎসব ও উদযাপনের মধ্যে।
শ্রী মোদী বলেন, দেশের ঐতিহ্য সম্পর্কে যতই আমরা অবহিত ও অবগত হই, ততই আমরা নিজেদের গর্বিত বোধ করি। কাশী তামিল সঙ্গমম এবং সৌরাষ্ট্র তামিল সঙ্গমম আমাদের মধ্যে ঐতিহ্যের সেই গর্ববোধকেই সঞ্চারিত করে। পৌরাণিক কাল থেকেই গুজরাট ও তামিলনাডু – এই দুটি রাজ্যের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সৌরাষ্ট্র ও তামিলনাডুর মধ্যে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বন্ধনটি আজও নদীর স্রোতোধারার মতোই হারিয়ে যায়নি।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের রয়েছে এক অবিনশ্বর ঐতিহ্য। এর মধ্য দিয়ে অন্তর্ভূক্তিমূলক কর্মপ্রচেষ্টায় আমরা উদ্বুদ্ধ হতে পারি। এই লক্ষ্যে সৌরাষ্ট্র তামিল সঙ্গমম যে দেশবাসীর মধ্যে এক গভীর আত্মবিশ্বাস গড়ে তুলবে – এ বিষয়ে তাঁর দৃঢ় বিশ্বাসের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
PG/SKD/SB
(रिलीज़ आईडी: 1919962)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam