রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পুরী-গঙ্গাসাগর দিব্য কাশী যাত্রার সূচনা এ মাসের ২৮ তারিখে


ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে দর্শনার্থীদের ঘুরে দেখানো হবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের স্থানগুলি

Posted On: 23 APR 2023 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৩


দেশে এবং বিদেশে ভারতকে একটি পর্যটন গন্তব্য রূপে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারের ‘দেখো আপনা দেশ’ এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রেল মন্ত্রক। এই লক্ষ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করা হয়েছে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক তথা ধর্মীয় ঐতিহ্যকে পর্যটকদের সামনে মেলে ধরতেই এই বিশেষ প্রচেষ্টা বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।

মন্ত্রকের এই প্রচেষ্টারই একটি অঙ্গ হিসেবে আগামী ২৮ এপ্রিল, ২০২৩ থেকে চালু হচ্ছে পুরী-গঙ্গাসাগর দিব্য কাশী যাত্রা ট্রেনটি। এই ট্রেনের মাধ্যমে ১০ দিন এবং ৯ রাতের এক বিশেষ সফরসূচিতে পর্যটকরা পুরী, কলকাতা, গয়া, বারাণসী এবং প্রয়াগরাজ দর্শনের সুযোগ পাবেন। পুরীর জগন্নাথ মন্দির, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, কলকাতার বিভিন্ন কালীতীর্থ, গঙ্গাসাগর, বিষ্ণুপদ মন্দির এবং গয়া ও বুদ্ধগয়া ঘুরে দেখানো হবে তাঁদের। এই একই সফরসূচিতে যাত্রীরা দেখার সুযোগ পাবেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও গঙ্গাঘাট এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম।

এই সফরসূচির উদ্যোগ-আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। ভারত গৌরব ট্রেনে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে যাত্রীদের সফরকালে তাঁদের খাওয়া, থাকা এবং ঘুরে দেখানোর যাবতীয় বন্দোবস্তের দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। উন্নত ও বিলাসবহুল বাসে বিভিন্ন দর্শনীয় স্থান যাত্রীদের ঘুরে দেখানো হবে। ব্যবস্থা থাকবে ভ্রমণবিমা, নিরাপত্তা এবং বিনোদনের বিভিন্ন ব্যবস্থাও।

এই ট্রেনগুলিতে সাতটি স্লিপার ক্লাস কোচ, সাতটি এসি-থ্রি টিয়ার কোচ এবং একটি এসি-টু টিয়ার কোচের ব্যবস্থা রাখা হয়েছে। ইকনমি, কমফর্ট এবং ডিল্যাক্স – এই তিন ধরনের ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা তাঁদের সামর্থ্যমতো ব্যয়ে সফরের সুযোগ লাভ করবেন।

 

PG/SKD/DM/


(Release ID: 1919201) Visitor Counter : 123