মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক

কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা প্রাণীদের মধ্যে মহামারী প্রতিরোধে বিশেষ কর্মসূচি এবং বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় এক স্বাস্থ্য ব্যবস্থা প্রকল্পের সূচনা করেছেন

Posted On: 14 APR 2023 2:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৩


কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা ভারতে পশুদের মধ্যে মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য দুটি কর্মসূচির সূচনা করেছেন। এর মধ্যে একটি হ’ল – পশুদের মধ্যে মহামারী প্রতিরোধে বিশেষ কর্মসূচি। দ্বিতীয়টি হ’ল – বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় এক স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত প্রকল্প। এই দুটি কর্মসূচির মূল উদ্দেশ্য  – জুনোটিক ব্যাধি অর্থাৎ পশুদের থেকে মানুষের মধ্যে কিংবা মানুষের থেকে পশুদের মধ্যে রোগ ছড়িয়ে পড়া প্রতিহত করা। কেন্দ্রের এই দুটি উদ্যোগের মাধ্যমে পশু চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন ঘটানো এবং পরিকাঠামো নির্মাণ ছাড়াও পশুদের মধ্যে হওয়া বিভিন্ন অসুখের নজরদারি চালানো সম্ভব হবে। এর ফলে, দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা যেমন করা যাবে, তেমনই পশু পালক ও মৎস্যচাষীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে।

বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় পশুদের স্বাস্থ্য সংক্রান্ত এক স্বাস্থ্য ব্যবস্থাটি দেশের ৫টি রাজ্যে শুরু হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী রূপালা জানান, ভারতে নানা প্রজাতির প্রাণীর দেখা মেলে। এদেশের পশু ও মৎস্যপালন অর্থনীতি এবং খাদ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুনোটিক অসুখগুলি পশুপালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ তৈরি করে। কেন্দ্রের এই দুটি উদ্যোগের ফলে এই সমস্যার সমাধান হবে। এর ফলে, পশুদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। পাশাপাশি, দেশের অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে। 

কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন এবং ডেয়ারি প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বলেন, এক স্বাস্থ্য ব্যবস্থা কার্যকর করার মধ্য দিয়ে মৎস্য পালনে একটি সুস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব, যার সুফল মানবজাতি এবং পরিবেশ উভয়ের উপরই পড়বে। দপ্তরের সচিব শ্রী রাজেশ কুমার সিং জানান, পশুদের বিভিন্ন অসুখের উপর নজরদারি, গবেষণা, রোগ নির্ণয় সহ বিভিন্ন ক্ষেত্রে এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় সম্পদ পাওয়া যাবে। এর ফলে, সম্ভাব্য মহামারী থেকে প্রাণীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ সম্ভব হবে। এর মধ্যে অন্যতম বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকার উৎপাদন ও এমন একটি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে প্রয়োজনীয় তহবিলের সংস্থান থাকে। এই উপলক্ষে পশুদের রোগ এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত তথ্য সম্বলিত পুস্তিকা প্রকাশ করা হয়। এছাড়াও, পশুদের মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং এক স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকরা ছাড়াও বিশ্ব ব্যাঙ্কের কৃষি ও খাদ্য সংক্রান্ত দপ্তরের প্রধান শ্রী অলিভার ব্রাড সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনইপি-র মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

 

PG/CB/SB



(Release ID: 1916750) Visitor Counter : 222