প্রধানমন্ত্রীরদপ্তর

প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের বহু প্রতীক্ষিত একীভূত মাশুল ব্যবস্থা কার্যকর করেছে পিএনজিআরবি

প্রধানমন্ত্রী বলেছেন জ্বালানী এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের এই সংস্কার অত্যন্ত ফলপ্রসূ হবে

Posted On: 31 MAR 2023 9:13AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩১  মার্চ, ২০২৩

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক পর্ষদ (পিএনজিআরবি) প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের বহু প্রতীক্ষিত এক ও অভিন্ন মাশুল ব্যবস্থা কার্যকর করেছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, জ্বালানী এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের এই সংস্কার অত্যন্ত ফলপ্রসূ হবে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, দেশের সমস্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পিএনজিআরবি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের বহু প্রতীক্ষিত এক ও অভিন্ন মাশুল ব্যবস্থা কার্যকর করেছে।

শ্রী পুরী আরও জানান, এই মাশুল ব্যবস্থাপনার সাহায্যে ভারত ‘এক দেশ, এক গ্রীড, এক মাশুল’ মডেল কার্যকর করতে পারবে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্যাসের বাজারের প্রয়োজনীয় চাহিদাও মিটবে।

কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“জ্বালানী এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের এই সংস্কার অত্যন্ত ফলপ্রসূ হবে।”

PG/CB/NS



(Release ID: 1912552) Visitor Counter : 68