ভারতের প্রতিযোগিতা কমিশন
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে অধিগ্রহণের প্রস্তাবে সিসিআই-এর অনুমোদন
प्रविष्टि तिथि:
15 MAR 2023 11:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৩
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড দ্বারা অধিগ্রহণের প্রস্তাবটি অনুমোদন করেছে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সমস্ত শেয়ার রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড অধিগ্রহণ করবে।
অধিগ্রহণকারী সংস্থাটি রিলায়েন্সে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা। এই প্রতিষ্ঠান ভারতে খাদ্য, মুদিখানার দ্রব্যসামগ্রী, জামাকাপড়, জুতো সহ বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরো বিক্রি করে।
PG/CB/DM
(रिलीज़ आईडी: 1907111)
आगंतुक पटल : 168