অর্থমন্ত্রক
১০ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহ
Posted On:
11 MAR 2023 12:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৩
১০ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহ পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ১৬ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। গত বছরের এই সময়কালের তুলনায় যা ২২.৫৮ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবর্ষে পরিবর্তিত পূর্বাভাষের নিরিখে যা ছিল ৮৩.১৯ শতাংশ। বাজেটে যে পরিমাণ প্রত্যক্ষ কর সংগ্রহ হবে বলে আশা করা হয়েছিল, এই হার তার ৯৬.৬৭ শতাংশ।
কর্পোরেট ক্ষেত্রে আয়কর বৃদ্ধি পেয়েছে ১৮.০৮ শতাংশ। ব্যক্তিগত পর্যায়ে আয়কর বৃদ্ধি পেয়েছে ২৭.৫৭ শতাংশ। করদাতাদের রিফান্ড দেওয়ার পর কর্পোরেট ক্ষেত্রে আয়কর বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৬২ শতাংশ। ব্যক্তিগত পর্যায়ে আয়কর বৃদ্ধির পরিমাণ এক্ষেত্রে হয়েছে ২০.৭৩ শতাংশ। এই সময়কালে রিফান্ড বাবদ ২ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী অর্থবর্ষে সংশ্লিষ্ট সময়কালের তুলনায় ৫৯.৪৪ শতাংশ বেশি।
PG/CB/SB
(Release ID: 1906018)
Visitor Counter : 170