প্রধানমন্ত্রীরদপ্তর

বেঙ্গালুরুর মাইশুরু এক্সপ্রেসওয়ে কর্ণাটকের উন্নয়নে প্রভূত অবদান রাখবে: প্রধানমন্ত্রী

Posted On: 10 MAR 2023 8:21AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র বলেছেন, বেঙ্গালুরুর মাইশুরু এক্সপ্রেসওয়ে কর্ণাটকের উন্নয়নে প্রভূত অবদান রাখবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এক ট্যুইট বার্তায় বলেছেন, বেঙ্গালুরু মাইশুরু এক্সপ্রেসওয়ে প্রকল্পটির উদ্দেশ্য হ’ল – শ্রীরঙ্গপত্তনম, কুর্গ, ঊটি এবং কেরলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো। এর ফলে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় আরও জানিয়েছেন, এই প্রকল্পটি জাতীয় সড়ক – ২৭৫ এর একটি অংশ। প্রকল্পের আওতায় ৪টি রেল ওভার ব্রিজ, ৯টি গুরুত্বপূর্ণ সেতু, ৪০টি ছোট সেতু এবং ৮৯টি আন্ডারপাস নির্মাণ করা হবে। এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ প্রকল্প, যা কর্ণাটকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

 

PG/CB/SB



(Release ID: 1905656) Visitor Counter : 66