শিল্পওবাণিজ্যমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                         আজ থেকে আইজল-এ শুরু হচ্ছে বি২০ ইন্ডিয়ার তিনদিনের বিশেষ সম্মেলন
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 FEB 2023 3:14PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
আইজল-এ আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে বি২০ ইন্ডিয়ার দ্বিতীয় বৈঠক তথা সম্মেলন। উত্তর-পূর্ব ভারতে ভারতের জি-২০-র সভাপতিত্বকালে যে চারটি বি২০-র বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা তার মধ্যে দ্বিতীয়টি আজ থেকে মিজোরামে শুরু হচ্ছে। উল্লেখ্য, বি২০ হল জি-২০-র পরিসরে আলাপ-আলোচনার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্যিক গোষ্ঠীর এক বিশেষ মঞ্চ। অন্য কথায় বলতে গেলে, বি২০ হল জি-২০-র এক বিশেষ এনগেজমেন্ট গ্রুপ যার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক গোষ্ঠীর মত বিনিময়ের যথেষ্ট অবকাশ থাকে। এই মঞ্চটিতে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশগুলির বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য পরিচালন সম্পর্কিত মত ও সিদ্ধান্তগুলিকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
বি২০-র বৈঠককালে গৃহীত সুপারিশগুলি পাঠানো হয় জি-২০-র সভাপতিত্বকারী দেশটির কাছে।
আইজল-এ বি২০-র তিনদিনের বৈঠকে বহুপাক্ষিক বাণিজ্যিক অংশীদারিত্বের সুযোগ-সুবিধাগুলির ওপর আলোকপাত করা হবে। নগর পরিকল্পনা, পরিকাঠামো প্রসার, বাঁশ উৎপাদন, স্টার্ট-আপ সংস্থার প্রসার ও বিকাশ, দক্ষতা উন্নয়ন, নার্সিং এবং প্যারা-মেডিক্স সম্পর্কিত কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে এই অংশীদারিত্বের বিষয়টি সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিনিধিদের অবহিত করা হবে। তিনদিনের এই বৈঠকে ৫০০ জন প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। এঁদের মধ্য বিভিন্ন দেশের মন্ত্রী, পদস্থ সরকারি আধিকারিক, কূটনীতিবিদ এবং বাণিজ্যিক গোষ্ঠীগুলির সদস্য প্রতিনিধিরাও থাকবেন বলে মনে করা হচ্ছে।
তিনদিনের এই বৈঠক আয়োজনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে মিজোরাম সরকার। বৈঠকের সূচনায় একটি সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি রাজভবনে আগত প্রতিনিধিদের নৈশভোজে আপ্যায়িত করা হবে। পরেরদিন থেকে বি২০ সম্মেলন শুরু হবে মিজোরাম স্টেট ইউনিভার্সিটিতে। বৈঠক শেষে সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হবে।
সম্মেলনের তৃতীয় দিনে এ আর গ্রাউন্ডে প্রতিনিধিদের সামনে প্রদর্শিত হবে মিজোরামের বসন্ত উৎসব ‘চ্যাপচার কুট’। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে বি২০-র তিনদিনের সম্মেলনের।
উত্তর-পূর্ব ভারতে যে চারটি বি২০ বৈঠকের আয়োজন করা হচ্ছে তার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন সম্ভাবনা ও সুযোগ-সুবিধার ওপর বিশেষ আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM
                
                
                
                
                
                (Release ID: 1903333)
                Visitor Counter : 208