নারীওশিশুবিকাশমন্ত্রক
ভারতে জি২০র সভাপতিত্বে ডাব্লু২০ (মহিলা ২০) আয়োজন
২৭-২৮ ফেব্রুয়ারি ২০২৩ ঔরঙ্গাবাদে ডাব্লু২০-র প্রথম বৈঠক আয়োজিত হবে
Posted On:
25 FEB 2023 5:45PM by PIB Kolkata
মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
ডাব্লু২০ (মহিলা ২০) হল জি২০র প্রত্যেক অসরকারী অংশীদারদের মিলিতভাবে গঠিত এক আধিকারিক পর্যায়ের সংগঠন। ২০১৫ সালে তুরস্কের সভাপতিত্বকালে ডাব্লু২০ স্থাপন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হল যে বিষয়গুলি জি২০র আলোচনায় প্রাধান্য পেয়েছে সেগুলির যথাযথভাবে প্রয়োগ এবং মহিলাদের আর্থিক সশক্তিকরণের জন্য গৃহীত বিভিন্ন নীতি ও প্রতিশ্রুতিগুলির ঘোষণাপত্র তৈরি করা। ভারত ২০২২ সালের ১২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সভাপতিত্বকালে ডাব্লু২০র সদস্যপদ গ্রহণ করে। ভারতের সভাপতিত্বে এই ডাব্লু২০ বৈঠকে মহিলাদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা, তৃণমূল স্তরে মহিলাদের নেতৃত্ব প্রদান এবং মহিলাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সঙ্গীত নাটক আকাদেমীর চেয়ারপার্সন ডঃ সন্ধ্যা পুরেচা ডাব্লু২০র নেতৃত্ব দেবেন। ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১০০ জন প্রতিনিধি এতে অংশ নেবেন।
২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই সংক্রান্ত প্রথম বৈঠক হবে। পরবর্তীতে রাজস্থানের জয়পুরে ১৩ ও ১৪ এপ্রিল এক আন্তর্জাতিক বৈঠক এবং ১৫ ও ১৬ জুন তামিলনাড়ুর মহাবলীপুরমে ডাব্লু২০ শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে। ঔরঙ্গাবাদের বৈঠকে যোগ দেবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শ্রীমতী স্মৃতি যুবিন ঈরানী। লিঙ্গ সাম্য এবং মহিলাদের ক্ষমতায়ণ সম্পর্কে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়াও অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভগত কিষাণ রাও কারাদ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও ভারতের জি২০ শেরপা শ্রী অমিতাভ কান্ত, ডাব্লু২০র প্রথম সভাপতি ডঃ গুল্ডেন তুরুকতান এবং ইন্দোনেশিয়ার ডাব্লু২০র সভাপতি শ্রীমতী উলি শিলালহি’ও এই বৈঠকে যোগ দেবেন।
ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং স্টার্টআপ ক্ষেত্রে মহিলাদের সশক্তিকরণ এবং তৃণমূল স্তরে মহিলাদের নেতৃত্ব প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে মহিলাদের উন্নয়নের জন্য পথ প্রশস্ত করা এবং ভারতে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের জন্যও পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হবে।
বর্তমানে ভারতে মহিলা উন্নয়ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হচ্ছে। নতুন ভারতের উন্নয়নে মহিলারা সমান অংশীদার- প্রধানমন্ত্রীর এই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। ভারত বর্তমানে সশক্ত মহিলাদের গঠনে উন্নত সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডাব্লু২০ বৈঠক লিঙ্গ-সাম্য দূর করে মহিলাদের ক্ষমতায়ণে বিশেষ ভূমিকা পালন করবে।
PG/PM/NS
(Release ID: 1902645)
Visitor Counter : 172