কেন্দ্রীয়মন্ত্রিসভা
আন্তর্জাতিক বিমান পরিবহণ ক্ষেত্রে চিকাগো কনভেনশন, ১৯৪৪ – এর আওতায় তিনটি অনুচ্ছেদের সংশোধন প্রস্তাবে ভারতের সম্মতি
Posted On:
22 FEB 2023 12:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ (চিকাগো কনভেনশন) চুক্তি, ১৯৪৪ - এর ৩টি সংশোধন প্রস্তাবে আজ সম্মতি জানানো হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে চিকাগো কনভেনশন মোতাবেক সংশ্লিষ্ট দেশগুলির সুযোগ-সুবিধা ও বাধ্যবাধকতা অনুসরণের ক্ষেত্রে ৩টি অনুচ্ছেদ বিশেষভাবে তাৎপর্যময়।
গত ৭৮ বছরে চিকাগো কনভেনশনটির কয়েক ধাপ সংশোধন হয়েছে। সময়ান্তরে ভারত এই ধরনের সংশোধনগুলিকে অনুমোদনও করে এসেছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান পরিবহণ ক্ষেত্রে কনভেনশন তথা চুক্তির নীতি ও নিয়মকানুনগুলিকে অনুসরণ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ, তারই প্রতিফলন ঘটল। শুধু তাই নয়, এই অনুমোদনের পথ ধরে আন্তর্জাতিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব এক নতুন মাত্রা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।
PG/SKD/SB
(Release ID: 1901445)
Read this release in:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu