ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষকদের স্বল্প সুদে ঋণ সহায়তাদানের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হল ডব্লিউডিআরএ

Posted On: 16 JAN 2023 5:06PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৩

 

কৃষকদের অপেক্ষাকৃত স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হল ওয়্যারহাউজিং ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি (ডব্লিউডিআরএ)। একটি মউ স্বাক্ষরের মাধ্যমে এই চুক্তি পর্বটি সম্পাদিত হয়। এর আওতায় কৃষিক্ষেত্রে বিনিয়োগের প্রসার সহ আমানতকারীদের প্রয়োজনীয় তথ্য যোগানের বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করা হচ্ছে যে এই মউ স্বাক্ষরের ফলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। গ্রামীণ আমানতকারীরাও বিশেষ বিশেষ আর্থিক ক্ষেত্রে কিছু সুযোগ-সুবিধা পেতে পারেন এর আওতায়।

মউ স্বাক্ষরকালে ফসল তোলার পরবর্তী পর্যায়ের কৃষি প্রচেষ্টা ও আর্থিক সহায়তার গুরুত্বের বিষয়টি একটি সংক্ষিপ্ত আলোচনার আকারে তুলে ধরা হয়। ব্যাঙ্কের প্রতিনিধিদের পক্ষ থেকে ঋণদানের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিও আলোচিত হয়। ডব্লিউডিআরএ-র পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাসের মনোভাব জাগিয়ে তুলতে নিয়ন্ত্রণ বিধিকে যথাযথভাবে কাজে লাগানো হবে।

 

PG/SKD/DM/


(Release ID: 1891658) Visitor Counter : 131