কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা কলকাতার জোকায় অবস্থিত জাতীয় পানীয় জল স্বচ্ছতা এবং গুণগত মান কেন্দ্রের নাম বদলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জাতীয় জল এবং স্বচ্ছতা প্রতিষ্ঠান (এপিএম-এনআইডাব্লুএএস) করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে

प्रविष्टि तिथि: 11 JAN 2023 3:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কলকাতার জোকায় অবস্থিত জাতীয় পানীয় জল স্বচ্ছতা এবং গুণগত মান কেন্দ্রের নাম বদলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জাতীয় জল এবং স্বচ্ছতা প্রতিষ্ঠান (এপিএম-এনআইডাব্লুএএস) করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের কলকাতার ডায়মন্ড হারবার রোডের ওপর জোকায় ৮.৭২ একর জমির ওপর এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি, পানীয় জল, স্বচ্ছতা ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে। কেবলমাত্র স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশন-এর সামনের সারির কর্মীদের জন্য নয়, গ্রামীণ ও শহর এলাকায় স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণের ক্ষেত্রেও কাজ করে এই প্রতিষ্ঠান। এছাড়া পরিকাঠামো, মানোন্নয়ন এবং প্রশিক্ষণ পরিকাঠামো কর্মসূচিতে এর ভূমিকা বিশেষ।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পশ্চিমবঙ্গের সবচেয়ে যোগ্য সন্তানের অন্যতম জাতীয় একতা ও শিল্পায়নের ক্ষেত্রে সামনের সারির কর্মী ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ এই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তরুণতম ভাইস চ্যান্সেলর ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকার এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছিলেন।

PG/PM/NS


(रिलीज़ आईडी: 1890456) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam