প্রধানমন্ত্রীরদপ্তর
নাগপুরের এইমস প্রতিষ্ঠানটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
Posted On:
11 DEC 2022 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর ২০২২
নাগপুরের এইমস প্রতিষ্ঠানটিকে আজ জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এইমস প্রকল্পের মডেলটিও তিনি আজ ঘুরে দেখেন। এই উপলক্ষে প্রদর্শনী গ্যালারিটিও তিনি প্রত্যক্ষ করেন।
নাগপুরের এইমস প্রতিষ্ঠানটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করার মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও অঙ্গীকারই আজ প্রতিফলিত হল। উল্লেখ্য, নাগপুরের এই হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং ২০১৭-র জুলাই মাসে। ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা’র আওতায় এই কেন্দ্রীয় প্রকল্পটি রূপায়িত হয়েছে।
এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে ১,৫৭৫ কোটি টাকার সংস্থান রাখা হয়। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমন্বিত এই হাসপাতালে রয়েছে ওপিডি, আইপিডি, রোগ নির্ণয় পরিষেবা, অপারেশন থিয়েটার এবং ৩৮টি বিভিন্ন বিভাগ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবক’টি বিশেষ বিশেষ ক্ষেত্রই সংযোজিত হয়েছে এই হাসপাতালটিতে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের অধিবাসীদের অত্যাধুনিক চিকিৎসার সুযোগ মিলবে এই হাসপাতালটি থেকে। গড়চিরোলি, গন্ডিয়া এবং মেলঘাটের মতো আদিবাসী অঞ্চলগুলিও বিশেষভাবে উপকৃত হবে নাগপুরের এই এইমস থেকে।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, রাজ্যের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি, উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
PG/SKD/DM
(Release ID: 1883473)
Visitor Counter : 146
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam