জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পর্যটনের প্রসারে সরকারি – বেসরকারি অংশীদারিত্বে লাইট হাউসের মানোন্নয়ন

Posted On: 09 DEC 2022 12:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২২

 

পর্যটনের প্রসারের জন্য কেন্দ্র দেশের ৬৫টি লাইট হাউস বা বাতিঘরকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পুনর্নির্মিত করবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের তাজপুর লাইট হাউস, দরিয়াপুর লাইট হাউস এবং সাগরদ্বীপ লাইট হাউস এবং আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জে নর্থ পয়েন্ট লাইট হাউস এবং পোর্ট কর্ণওয়ালিশ লাইট হাউস রয়েছে।

কেরলে ১০টি লাইট হাউসের পুনর্নির্মাণের কাজ ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ১১টি বেসরকারি প্রতিষ্ঠান রাজ্যের লাইট হাউসগুলি পুনর্নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

 

PG/CB/SB


(Release ID: 1882066) Visitor Counter : 122