ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারত প্যাকেজ

Posted On: 08 DEC 2022 1:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর ২০২২

 

সরকার ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্প (এমএসএমই) ক্ষেত্রকে সমর্থন করতে আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে –

১)  এমএসএমই ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসার জন্য জরুরি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস)-এর অধীনে ৫ লক্ষ কোটি টাকার সমান্তরাল বিনামূল্যে ঋণ।

২) এমএসএমই আত্মনির্ভর ভারত তহবিলের মাধ্যমে ৫০ হাজার কোটি টাকার ইক্যুইটি সংযুক্তিকরণ।

৩) এমএসএমই ক্ষেত্রের জন্য নতুন সংশোধিত মানদণ্ড।

৪) ২০০ কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী দরপত্র নেই।

৫) বাণিজ্যে সরলীকরণের জন্য এমএসএমই ক্ষেত্রের ‘উদ্যম নিবন্ধন’

৬) এমএসএমই ক্ষেত্রের নানান অভাব-অভিযোগ সহ ই-প্রশাসন ব্যবস্থার নানান দিক বিচার-বিবেচনা করতে ২০২০-র জুন মাস থেকে অনলাইন পোর্টাল ‘চ্যাম্পিয়নস’-এর সূচনা হয়েছে।

এমএসএমই ক্ষেত্রের তাঁত, হস্তশিল্প এবং কৃষি-ভিত্তিক উৎপাদনের সংখ্যা এবং এই ধরনের কাজে নিযুক্ত মহিলাদের সংখ্যার বিস্তারিত বিবরণ থেকে দেখা যায় যে পশ্চিমবঙ্গে ৪৭,১৯৯টি সংস্থা নথিভুক্ত হয়েছে। এতে ২ লক্ষ ৪৬ হাজার ১১৫ জন মহিলা কাজ করেন। ত্রিপুরায় নথিভুক্ত সংস্থার সংখ্যা ১,০৪৫। এতে নিযুক্ত রয়েছে ৫,৩০৪ জন মহিলা কর্মী। সারা দেশে মোট ১৫ লক্ষ ৭ হাজার ১২৮টি নথিভুক্ত করা কেন্দ্র রয়েছে। তাতে মহিলা কর্মীর মোট সংখ্যা ৪৩ লক্ষ ১৫ হাজার ৭৫৯।

লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং এই তথ্য জানান।

 
PG/PM/DM/


(Release ID: 1881888)