কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

এপ্রিল – নভেম্বর ২০২২ সময়কালে দেশে কয়লা উৎপাদন ও পরিবহণ রেকর্ড পরিমাণে হয়েছে

Posted On: 02 DEC 2022 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২২

 

ভারতে কয়লা উৎপাদন এ বছরের এপ্রিল – নভেম্বর সময়কালে ৫২ কোটি ৪২ লক্ষ টনে পৌঁছেছে। গত বছর এই সময়কালে কয়লা উৎপাদন হয়েছিল ৪৪ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার টন। অর্থাৎ, গত বছরের নিরিখে এ বছর ১৭.১৩ শতাংশ বেশি কয়লা উৎপাদন হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড সূত্রে জানা গেছে যে, গত বছরের তুলনায় এ বছর নভেম্বর মাসে ১৬.৭৬ শতাংশ বেশি কয়লা উৎপাদিত হয়েছে। গত বছর নভেম্বর মাসে কয়লা উৎপাদিত হয়েছিল ৩৫ কোটি ৩৪ লক্ষ টন। এ বছর তা বেড়ে হয়েছে ৪১ কোটি ২৬ লক্ষ টন। 

কয়লা মন্ত্রক দেশ জুড়ে কয়লা উৎপাদন বাড়ানোর জন্য ১৪১টি নতুন কয়লা ব্লককে বাণিজ্যিকভাবে উত্তোলনের জন্য নিলাম করেছে। এছাড়াও, বিভিন্ন কয়লা উত্তোলক সংস্থাকে দিয়ে নিয়মিতভাবে কয়লা উত্তোলন করা হয়। কয়লা ব্যবহারের নিরিখে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম। প্রতি বছর দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা ৪.৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রক ১৯৬০ সালের আইনের পরিবর্তন ঘটিয়ে কয়লা খনিগুলিতে সঞ্চিত কয়লার ৫০ শতাংশ বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। 

দেশ জুড়ে কয়লা সরবরাহ বৃদ্ধি করার জন্য পিএম – গতিশক্তির আওতায় সমস্ত বড় বড় কয়লা খনিগুলির সঙ্গে রেল যোগাযোগ পরিকাঠামোর মানোন্নয়ন ঘটাচ্ছে। ফলস্বরূপ, গত বছর নভেম্বর মাসে ৫১ কোটি ৯২ লক্ষ টন কয়লা সরবরাহ হয়েছিল। এ বছর নভেম্বর মাসে তা ৭.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫ কোটি ৭৯ লক্ষ টন কয়লা সরবরাহ হয়েছে। এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কয়লা সরবরাহ করার প্রয়াস সফল হয়েছে।


PG/CB/SB


(Release ID: 1880702) Visitor Counter : 195