তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner

ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যানোরামা বিভাগে প্রদর্শিত হল শহীদ ক্ষুদিরামের ওপর নির্মিত একটি তেলুগু জীবনীচিত্র

গোয়া, ২২ নভেম্বর ২০২২

 

ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে আজ প্রদর্শিত হল শহীদ ক্ষুদিরামের ওপর তেলুগু ভাষায় নির্মিত একটি বায়োপিক। এ প্রসঙ্গে ছবিটির পরিচালক শ্রী বিদ্যাসাগর রাজু বলেছেন, দেশের স্বাধীনতার লক্ষ্যে ক্ষুদিরামের আত্মবলিদান সম্পর্কে সকলেই যাতে জানতে পারেন সেই লক্ষ্যেই এই ছবিটি নির্মিত হয়েছে।

আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী বিদ্যাসাগর রাজু বলেন, ক্ষুদিরামের জীবন ও সময়কাল সম্পর্কে তাঁকে এজন্য বিশেষ পড়াশোনা ও গবেষণা করতে হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনাবলী, বঙ্গভঙ্গ ও রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বারীন্দ্রনাথ ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কেও তাঁকে বিশেষ পঠনপাঠন, সমীক্ষা ও গবেষণার মধ্য দিয়ে এই ছবি নির্মাণের কাজে এগোতে হয়েছে।

শ্রী বিদ্যাসাগর রাজু নির্মিত এই ছবিটিতে স্বাধীনতা আন্দোলনকালের আরও বহু খণ্ডচিত্রও সন্নিবেশিত হয়েছে। যেমন, সেই সময়কার এক বিশিষ্ট আইনজীবী নরেন্দ্র কুমার বসু, যিনি ক্ষুদিরামের হয়ে আদালতে লড়াই চালিয়েছিলেন, তাঁর সম্পর্কেও তাঁকে জানতে হয়েছে। এই ছবিটি সম্পর্কে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রথম পতাকাটির নকশা যে ভগিনী নিবেদিতার হাতে তৈরি তাও তুলে ধরা হয়েছে ক্ষুদিরামের ওপর নির্মিত এই বায়োপিকে। ১৯০৬ খ্রিষ্টাব্দের এক গুরুত্বপূর্ণ ঘটনাও স্থান পেয়েছে নির্মিত এই জীবনীচিত্রে। ঐ বছরই দেশে প্রথম সাউন্ড রেকর্ডিং ব্যবস্থা চালু হয়। রবীন্দ্রনাথ সেই সময় ‘বন্দে’ গানটির রেকর্ড করেন।

সাংবাদিক সম্মেলনে শ্রী বিদ্যাসাগর রাজু আরও বলেন, ক্ষুদিরামের জীবন ও সময়কালের ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে দেখা যায় যে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা এই ছবি তৈরির কাজে বিশেষভাবে সাহায্য করবে। বঙ্গভঙ্গের ভয়াবহ ও বীভৎস দিকটির কথাও তুলে ধরা হয়েছে তাঁর ছবিতে যেখানে বহু ঐতিহাসিক চরিত্রকেই খুঁজে পাওয়া যায়। এই বায়োপিকে ক্ষুদিরামের ভূমিকায় অভিনয় করেছেন শ্রী রাকেশ জাগরলামুন্ডি। ক্ষুদিরামের চরিত্রটিকে সঠিকভাবে তুলে ধরতে তাঁকে এক বিশেষ চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছিল। কিন্তু টিমের সকলের সাহায্য ও সহায়তায় তিনি সহজেই এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পেরেছেন। বিবেক ওবেরয়, অতুল কুলকার্নি এবং নাসিরের মতো বড় বড় অভিনেতার সান্নিধ্যে তিনি কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতাও অর্জন করেছেন।

শ্রী বিদ্যাসাগর রাজু বলেন, স্বাধীনতার এই অমৃত মহোৎসবকালে বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও তাঁদের আত্মত্যাগ অবলম্বনে ছবি তৈরির আমরা চিন্তাভাবনা করেছি। ক্ষুদিরামের ওপর বায়োপিক নির্মাণের মধ্য দিয়েই তার সূচনা হল।

শহীদ ক্ষুদিরামের ওপর নির্মিত এই ছবিটি সাতটি ভারতীয় ভাষায় রিলিজ করা হবে। সংসদের আগামী শীতকালীন অধিবেশনকালে হিন্দি ভাষায় নির্মিত ‘ক্ষুদিরাম বোস’ ছবিটি প্রদর্শিত হবে।

 

PG/SKD/DM/

iffi reel

(Release ID: 1878315) Visitor Counter : 172