তথ্যওসম্প্রচারমন্ত্রক
সুর এবং বাণীর যথাযথ মেলবন্ধনে একটি ভালো গ্রন্থণা নির্মাণ করা যায় : প্রসূন যোশী
একজন সুরকারের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাসযোগ্যতা
নয়াদিল্লি, ২২ মুম্বাই , ২০২২
একজন লেখকের বাণী এবং সুরকারের সুর এই দুয়ের মেলবন্ধনে একটি ভালো সঙ্গীত নির্মাণ করা যায় বললেন, বিশিষ্ট গীতিকার ও সিবিএফসি-র প্রধান শ্রী প্রসূন যোশী। ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফাঁকে গোয়ায় আজ তিনি এক আলোচনাসভায় অংশ নেন। শ্রী যোশী বলেন, “একজন সুরকার ও সঙ্গীত রচয়িতার মধ্যে সম্পর্ক সব সময়এই বিশেষ। সর্বদাই একজনকে অন্যজনের পরিপূরক হতে হবে।”
গানের কথা লেখার শৈলী নিয়ে এক আলোচনা সভায় বিশিষ্ট লেখক ও গীতিকার বলেন, বিশ্বাসযোগ্যতা একজন গীতিকারের চরিত্রের গুরুত্বপূর্ণ দিক। “একজন গীতিকারের উচিত সর্বদাই নিজের মতো করে লেখা। তাঁর নিজের ভাষা প্রয়োগ করা। আপনার মতো অন্যকেউ নেই। আপনি বিশেষ এবং অপ্রতিদ্বন্দ্বী। এই বিশ্বাস রাখতে হবে।”
লিখনশৈলী নিয়ে প্রসূন বলেন, তাঁর লেখার মূল বক্তব্য সর্বদাই উঠে আসে দেশের মাটি ও সংস্কৃতি থেকে। “আমাদের সংস্কৃতি এবং বড় হয়ে ওঠার একটা গভীর প্রভাব পড়ে আমাদের লেখার ওপর। আমার অধিকাংশ কথাই আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির সঙ্গে জড়িত।”
বর্তমান সময় যে উত্তেজক গীত রচনা করা হয় সেই প্রসঙ্গে তিনি বলেন বাজারের দর্শন হচ্ছে আপনাকে জিনিসটি বিক্রি করতে হবে। তা না হলে কোনো সৃষ্টি হবে না। তাই লেখক এবং দর্শকরাও সৃজনশীল ব্যক্তির পাশাপাশি এই উত্তেজক বিষয় সৃষ্টির জন্য দায়ী।
এই আলোচনাসভাটির সংযোজনায় ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও লেখক অনন্ত বিজয়।
উল্লেখ্য, প্রসূন যোশী একজন প্রসিদ্ধ লেখক, গীতিকার এবং যোগাযোগ বিশেষজ্ঞ। তাঁর দীর্ঘ কাজের জীবনে শীর্ষ স্থানীয় বিনোদন সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। গীতিকার হিসেবে প্রসূন যোশীর সেরা কাজের মধ্যে ২০০৭ সালে তারে জমিন পর এবং ২০১২ সালে চিট্টাগাঙ রয়েছে। সেরা গীতিকার হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। ভারত সরকারের পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন প্রসূন যোশী।
PG/PM/NS
(Release ID: 1878306)
Visitor Counter : 170