তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫৩তম আইএফএফআই-এ অভ্যাগতদের অভ্যর্থনা জানাতে উৎসবের সাজে সাজছে গোয়া
শিল্প নৈপুণ্য, উন্মুক্ত ছবি প্রদর্শন আরও অনেক কিছু ৫৩তম আইএফএফআই-এ বর্ণাঢ্য সাজের অঙ্গ হতে চলেছে
মুম্বাই, ১৩ নভেম্বর, ২০২২
ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই গোয়ায় জায়গা করে নেওয়ার পর থেকে এই উৎসবে অংশগ্রহণকারীদের সাদর আলিঙ্গন জানিয়ে আসছে এই রাজ্য। এই রাজ্যে আতিথেয়তার মনোভাব নজরকাড়া। এখানে প্রতিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজারো আকর্ষণ এবং অনবদ্য সব ঘটনা জড়িয়ে থাকে যা অভ্যাগতদের পুনরায় এখানে ফিরে আসার মনবাসনা তৈরি করে। প্রথম সারির চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও আলোচনাচক্র, মনোরঞ্জন এবং আরও অনেক অভিজ্ঞতার সন্ধান মিলবে ৫৩-তম আইএফএফআই-তে।
উৎসবের যাত্রাপথ
জয়ের যাত্রাপথ প্রস্তরদীর্ণ হলেও আইএফএফআই যাত্রাপথ উৎসব মুখর। উৎসবের এই যাত্রাপথে পানাজি-র কলা অ্যাকাডেমি থেকে গোয়ার এন্টারটেনমেন্ট সোস্যাইটির কক্ষ পর্যন্ত। রাস্তার দু-ধার, অনুন্ন শিল্প স্থাপত্য নৈপুণ্য সাজানো হচ্ছে যা প্রশংসা লাভ করবেই নয় তা গভীর মনন সমৃদ্ধ এবং এই উৎসবে অভ্যাগতদের এবং সাধারণ পথচারীদেরও তা মনোরঞ্জন করবে। এই উৎসবের পথে থাকছে নানান খাবারের স্টল। সেখানে স্থানীয় অধিবাসী থেকে শুরু করে উৎসবে অভ্যাগত এবং পর্যটকেরা ভিড় জমাবেন। পছন্দের খাবারে ক্ষুন্নবৃত্তি নিবৃত্তই নয় তাতে তারা আবার শক্তি লাভও করবেন।
উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন
এই উৎসবে অভ্যাগত হিসেবে যারা নাম নথিভুক্ত করেননি সেইসব পর্যটক এবং স্থানীয় অধিবাসীদের জন্য এবারের ৫৩তম আইএফএফআই এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। আইএফএফআই-এর অভ্যাগতদের উপভোগ্য বেশ কিছু ছবি উন্মুক্ত প্রদর্শনের মধ্যে দিয়ে চলচ্চিত্রের এই উদযাপনে যারা নিজেদের নাম নথিভুক্ত করেননি তাঁরা আগামী বছর এই অভ্যাগতদের সঙ্গে উৎসবে নাম নথিভুক্ত করতে চান কি না সেই হাতছানি তাদের সামনে তুলে ধরা হয়েছে। আলতিনহো জগার্স পার্কে, মারগাঁওয়ের রবীন্দ্র ভবনে এবং মিরামার বিচে সুপ্রসিদ্ধ চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর দরজা খুলে দেওয়া হচ্ছে।
বিনোদন ক্ষেত্র
চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনার মধ্যে দিয়ে সুপ্রসিদ্ধ চলচ্চিত্রগুলি বিনোদনের ক্ষেত্রই প্রস্তুত করবে তাই নয় মনোরঞ্জনের আরও বহুবিধ ক্ষেত্রও তা রচনা করবে। ভগবান মহাবীর চিলড্রেন্স পার্ক এবং আর্ট পার্ক বিনোদন ক্ষেত্র হিসেবে তৈরি হচ্ছে। উৎসব চলাকালীন তা এই উৎসবে অভ্যাগত এবং অন্যদের জন্যও খোলা থাকবে। খাবারের স্টল, শিল্প স্থাপত্যের নৈপুন্যের সমাবেশ নিয়ে হাজির হওয়ার পাশাপাশি লাইভ প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে।
আইএফএফআই সম্পর্কিত
ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই শুরু হয় ১৯৫২ সালে। এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে এটি অন্যতম। ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের মূলগত উদ্দেশ্যই হল ভালো ছবি, সেই ছবির গল্পকথা এবং তার সঙ্গে জড়িত মানুষদের নিয়ে উৎসবের জয়গাথা রচনা করা। এর মধ্যে দিয়ে চলচ্চিত্রকে ভালোবাসতে শেখা, তার সংরক্ষণ ও প্রসার এবং তার গভীর অন্তর্নিহিত মর্মকথার মধ্যে দিয়ে ভালোবাসার সেতু রচনা করা, মানুষের মধ্যে বোঝাপড়া এবং সৌভাতৃত্বের বন্ধন তৈরি ছাড়াও ব্যক্তিগত এবং যৌথ উৎকর্ষকে এক নতুন শিখর স্পর্শ করার অনুপ্রেরণা জোগানো এর কাজ। ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজক রাজ্য হিসেবে গোয়ার সরকার এবং গোয়া এন্টারটেনমেন্ট সোস্যাইটির যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করে। ৫৩তম আইএফএফআই-র চলচ্চিত্র উৎসব সংক্রান্ত যাবতীয় প্রাসঙ্গিক তথ্য www.iffigoa.org ওয়েবসাইট, পিআইবি ওয়েবসাইট (pib.gov.in), ট্যুইটারে, ফেসবুক এবং ইন্সটাগ্রামে আইএফএফআই-র সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পিআইবি গোয়ার সামাজিক মিডিয়া হ্যান্ডেল মারফত পাওয়া যাবে। সঙ্গে থাকুন, সিনেমার উদযাপন প্রাণ ভরে উপভোগ করুন এবং আনন্দ পান।
PG/AB/NS
(Release ID: 1875903)
Visitor Counter : 199