তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইএফএফআই৫৩, যেখানে শিল্প মেশে সহজলভ্যতার সঙ্গে
মুম্বাই, ১০ নভেম্বর, ২০২২
পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (আইএফএফআই) সেন্টার ফর ওপেন লার্নিং উদ্যোগে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) এবং এন্টারটেনমেন্ট সোস্যাইটি অফ গোয়ায় (ইএসজি) ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে অন্যভাবে সক্ষম ব্যক্তিদের জন্য দুটি বিনামূল্যে পাঠ্যক্রমের ঘোষণা করেছে। আইএফএফআই৫৩-য় এই কর্মসূচির অধীনে আছে অটিজম আক্রান্ত ব্যক্তির জন্য স্মার্ট ফোন দ্বারা ছবি নির্মাণে প্রাথমিক পাঠ্যক্রম এবং হুইলচেয়ার সম্বল ব্যক্তিদের জন্য পর্দায় অভিনয়ের প্রাথমিক পাঠ্যক্রম।
সকলের কাছে শিল্প নির্মাণ প্রক্রিয়া পৌঁছে দেওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে এফটিআইআই একাধিক পাঠ্যক্রম পরিচালনা করছে যাতে অন্যভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন করা যায় এবং তারা চলচ্চিত্রের জাদুতে উৎকর্ষ লাভ করেন। আইএফএফআই৫৩-য় এই পাঠ্যক্রম ৮ দিনের। চলবে ২১-২৮ নভেম্বর। একটি পাঠ্যক্রমের লক্ষ্য অংশগ্রহণকারীদের বর্তমান সময়ের উপযোগী করে তোলা, অন্যটির লক্ষ্য তাদের মধ্য থেকে অভিনয় ক্ষমতাটি বের করে আনা।
অর্টিজমে আক্রান্ত ব্যক্তিদের স্মার্ট ফোনে চলচ্চিত্র নির্মাণের শিক্ষা দেবেন ভিস্যুয়াল কমিউনিকেশনে নামী পেশাদার আজমল জামি। যুদ্ধ ক্ষেত্র এবং সমস্যাসঙ্কুল পরিস্থিতি থেকে প্রতিবেদন পাঠানো থেকে তথ্যচিত্র, বিজ্ঞাপনী চিত্র, সাধারণ কাহিনী চিত্র এবং প্রদর্শনী বিষয়ে একাধিক পুরস্কার জিতেছেন তিনি। সিনেমাটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রগ্রাহক হিসেবে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থার জন্য সম্মানজনক প্রকল্পে কাজ করেছেন।
এই পাঠ্যক্রমে একাধিক বিষয় আছে। সিনেমার ভাষার সঙ্গে পরিচয় করানো থেকে স্মার্ট ফোনের মাধ্যমে শ্যুটিং এবং সম্পাদনা পর্যন্ত। এই পাঠ্যক্রমের সব শেষে আছে চিত্র প্রদর্শন এবং সেই নিয়ে আলোচনা। বিস্তারিত জানতে এবং নথিভুক্তি করতে https://www.ftii.ac.in/p/vtwa/basic-course-in-smartphone-film-making-21st-28th-november-2022-for-individuals-suffering-from-autism-in-goa এই লিঙ্কে ক্লিক করুন।
হুইলচেয়ারে আসীন ব্যক্তিদের জন্য অভিনয়ের প্রাথমিক শিক্ষা দেবেন জিজয় পি.আর.। তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চলচ্চিত্র বিভাগের ভারপ্রাপ্ত ডিন এবং অভিনয় বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। জিজয় একজন নাট্যশিল্পী, চলচ্চিত্রাভিনেতা, প্রশিক্ষক এবং প্রযোজক। তিনি ৫৫টি ছবিতে অভিনয় করেছেন এবং মহাদেশ জুড়ে প্রায় ৪০০টি আন্তর্জাতিক নাট্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
অভিনয় পাঠ্যক্রমের ৬টি বিভাগ আছে যা শুরু হয়েছে নাট্য শাস্ত্রের সঙ্গে পরিচয় করানো থেকে। পাঠ্যক্রমে বিশেষ জোর দেওয়া হয়েছে হাস্যরস বা কৌতুক অভিনয়ের ওপর। এছাড়া পাঠ্যক্রমে আছে অঙ্গ সঞ্চালন, অভিনয় ক্রীড়া এবং বোধ সচেতনতা ক্রীড়া যেখানে জোর দেওয়া হয়েছে ভুল সংস্কারগুলি ভাঙার ওপর। বিস্তারিত জানতে এবং নথিভুক্তি করতে https://www.ftii.ac.in/p/vtwa/basic-course-in-screen-acting-21st-to-28th-november-2022-for-individuals-on-wheelchair-in-goa এই লিঙ্কে ক্লিক করুন।
দুটি পাঠ্যক্রমই পড়ানো হবে গোয়ার ম্যাকুইনেজ প্যালেসের আর্ট গ্যালারিতে।
PG/AP/NS
(Release ID: 1875109)
Visitor Counter : 185