প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সেনাবাহিনী বীর নারীদের উন্নয়ন ও অভিযোগ নিষ্পত্তির জন্য এক জানালা সুবিধা চালু করেছে

Posted On: 10 NOV 2022 4:44PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১০  নভেম্বর, ২০২২

প্রযুক্তির সুবিধা গ্রহণের লক্ষে আরও একধাপ এগিয়ে ভারতীয় সেনাবাহিনী বীর নারীদের উন্নয়ন ও অভিযোগ নিষ্পত্তির জন্য “বীরাঙ্গনা সেবা কেন্দ্র” এক জানালা সুবিধা চালু করেছে। এর লক্ষ্য হল, যে কোন পরিস্থিতিতে আমাদের নিজেদের যত্ন নেওয়া। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তনীদের ডাইরেক্টরের চত্ত্বরে সেনাবাহিনীর স্ত্রী’দের উন্নয়ন সংস্থা (এডাব্লুডাব্লুএ)-এর সভাপতি প্রকল্পের সূচনা করেন।

বীরাঙ্গনা সেবা কেন্দ্র ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তনীদের পোর্টাল  www.indianarmyveterans.gov.in-এ পাওয়া যাবে। আবেদনকারী বীর নারীদের তরফে দায়ের করা অভিযোগ সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখার ক্ষেত্রে এই ব্যবস্থা বিশেষ সুবিধাজনক হবে। টেলিফোন, এসএমএস, হোয়াটসঅ্যাপ, পোস্ট, ই-মেল ব্যবহার করে বা সরাসরি গিয়ে অভিযোগ জানানো যাবে।

এই সুবিধাটির ঠিকানা হল DIAV, 104 Cavalry Road, Maude Lines Delhi Cantt 110010। হোয়াটসঅ্যাপ নম্বরটি শীঘ্রই জানানো হবে।

 

PG/PM/NS



(Release ID: 1875091) Visitor Counter : 133