ভূ-বিজ্ঞানমন্ত্রক

৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ

Posted On: 06 NOV 2022 12:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ নভেম্বর ২০২২

 

এ মাসের ৮ নভেম্বর, মঙ্গলবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে। চন্দ্রোদয়ের সময় ভারতের সমস্ত জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যদিও আংশিক গ্রহণের শুরু এবং চন্দ্রগ্রহণের পূর্ণ পর্যায় ভারতের কোনো জায়গা থেকেই দেখা যাবে না তার কারণ এই দুটি ধাপ চন্দ্রোদয়ের পূর্বেই ঘটে যাবে। পূর্ণ গ্রাস এবং আংশিক চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায়  দেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলি থেকে দৃশ্যমান হবে। আংশিক পর্যায়ের শেষাংশ দেশের বাকি এলাকাগুলি থেকে দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও উত্তর অ্যাটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণের শুরু ভারতীয় সময় দুপুর ২-৩৯ মিনিটে। পূর্ণ গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় ৩-৪৬ মিনিটে। গ্রহণের পূর্ণ পর্যায় শেষ হবে ভারতীয় সময়ে ৫-১২ মিনিটে এবং আংশিক পর্যায়ের শেষের সময় হল ভারতীয় সময় অনুসারে ৬-১৯ মিনিট।

দেশের পূর্বাঞ্চলে কলকাতা এবং গুয়াহাটিতে চন্দ্রোদয়ের সময় গ্রহণের পূর্ণ পর্যায় চলবে। কলকাতাতে চন্দ্রোদয় থেকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ চলার সময়কাল ২০ মিনিট এবং চন্দ্রোদয় থেকে আংশিক গ্রহণ শেষ হওয়ার সময়কাল ১ ঘন্টা ২৭ মিনিট। গুয়াহাটিতে চন্দ্রোদয় থেকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ চলার সময়কাল ৩৮ মিনিট এবং চন্দ্রোদয় থেকে আংশিক গ্রহণ শেষ হওয়ার সময়কাল ১ ঘন্টা ৪৫ মিনিট।

দেশের অন্য শহরগুলি যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু থেকে পূর্ণ গ্রাসের শেষে আংশিক গ্রহণের পর্যায় চলবে এবং এই শহরগুলিতে চন্দ্রোদয় থেকে আংশিক গ্রহণ শেষ হতে সময় লাগবে যথাক্রমে ৫০ মিনিট, ১৮ মিনিট, ৪০ মিনিট এবং ২৯ মিনিট।

ভারত থেকে পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৩-এর ২৮ অক্টোবর যা হবে আংশিক গ্রহণ। ভারতে শেষ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২১-এর ১৯ নভেম্বর যেটিও ছিল আংশিক গ্রহণ। পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় আসে। পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তখনই হয় যখন পৃথিবীর পূর্ণ ছায়া এসে পড়ে চাঁদের ওপর। আংশিক চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবীর আংশিক ছায়া পড়ে চাঁদের ওপর।

পশ্চিমবঙ্গে কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি ও কোচবিহার থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 

PG/AB/DM/



(Release ID: 1874388) Visitor Counter : 782