ভারতের প্রতিযোগিতা কমিশন
প্লে স্টোর নীতি যথাযথভাবে না মানায় গুগল-কে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা সিসিআই – এর
प्रविष्टि तिथि:
25 OCT 2022 5:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২২
যথাযথভাবে প্লে স্টোর নীতি না মানায় ভারতের কমপিটিশন কমিশন গুগল-কে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করেছে। কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে নীতি পুনর্বিবেচনার জন্য গুগল-কে নির্দেশ দিয়েছে।
অ্যাপ স্টোর বর্তমানে অ্যাপ নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ভারতের বাজারে মোবাইল অপারেশন ব্যবস্থাপনা লাইসেন্সযোগ্য। সিসিআই সমীক্ষা করে দেখেছে যে, গুগল এই লাইসেন্সের জন্য বাজারে নিজেদের পছন্দসই শর্ত রাখছে। গুগলের প্লে স্টোর নীতি বিভিন্ন অ্যাপ নির্মাতাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই, এই নীতি যথাযথভাবে কাজ না করলে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের সরাসরিভাবে অ্যাপের লিঙ্ক দিতে পারবে না।
PG/PM/SB
(रिलीज़ आईडी: 1870947)
आगंतुक पटल : 244