প্রধানমন্ত্রীরদপ্তর
০৪ নভেম্বর, ২০১৯ তারিখে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
04 NOV 2019 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ নভেম্বর, ২০১৯
মাননীয়, প্রধানমন্ত্রী প্রুত চান-ও-চা;
আপনার মহিমা, মাননীয়,
ষষ্ঠবারের মতো পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি আরও সন্তোষজনক যে, ভারতের ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ বন্ধু থাইল্যান্ড এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে৷ ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনকে বিশেষ অগ্রাধিকার দেয়৷ ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
মাননীয় নেতৃবৃন্দ,
আমার বিশ্ব এখন টালমাটাল সময়ের মধ্য দিয়ে চলছে। সন্ত্রাস ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে। আন্তর্জাতিক আইন ও নীতিকে আরও মজবুত করে এই সমস্যা মোকাবিলা করতে হবে। সমুদ্র নিরাপত্তার উপরও বিশেষ জোর দিতে হবে।
মাননীয় নেতৃবৃন্দ,
বৃহত্তর সমাধানের লক্ষ্যে ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আসিয়ান গোষ্ঠীর চিন্তাভাবনাকে স্বাগত জানায়। আমি ২০১৮’য় সিঙ্গাপুরে ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের চিন্তাভাবনা তুলে ধরেছিলাম। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী উইডাডা এবং আমি ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা নিয়ে নিজেদের মতামত জানিয়েছিলাম।
অবাধ, মুক্ত, সুসংহত, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইএএস হ’ল – এক যথাযথ মঞ্চ। আমাদের পারস্পরিক সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য সমন্বিত প্রয়াস প্রয়োজন বলে আমি মনে করি। এই লক্ষ্যে আমি ভারত – প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের পরামর্শ দিচ্ছি।
ভারত – প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের বিষয়ে সদর্থক মনোভাব দেখানোয় আমরা অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞ। আগামী ফেব্রুয়ারি মাসে আমরা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে চতুর্থ পূর্ব এশিয়া সমুদ্র নিরাপত্তা কর্মশালার আয়োজন করব।
ভারত এই সম্মেলনে লুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টিতেও জোর দেয়। এই ক্ষেত্রে অবৈধ বনাঞ্চলে অবৈধ বাণিজ্য বিশেষ জরুরি।
সবশেষে, আমি ভিয়েতনামকে আগামী বছরের পূর্ব এশিয়া শিখর সম্মেলন আয়োজনের দায়িত্ব পাওয়ায় আমি অভিনন্দন জানাই। আমরা ভিয়েতনামের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। মাননীয় চেয়ারম্যান ও মাননীয় নেতৃবৃন্দকে আমি আরও একবার ধন্যবাদ জানাই।
PG/PM/SB
(Release ID: 1868205)
Visitor Counter : 87