কেন্দ্রীয়মন্ত্রিসভা

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ‘পিএম-ডিভাইন’ কর্মসূচি রূপায়ণের প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

Posted On: 12 OCT 2022 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর ২০২২

 

পঞ্চদশ অর্থ কমিশনের অবশিষ্ট সময়কাল অর্থাৎ, ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ – এই চার বছরে উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই নতুন কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘পিএম-ডিভাইন’। ১০০ শতাংশ কেন্দ্রীয় বরাদ্দে এটি রূপায়িত হবে উত্তর-পূর্বাঞ্চলীয় বিকাশ মন্ত্রকের উদ্যোগে। উল্লেখিত সময়কালের জন্য এই লক্ষ্যে ব্যয়ের মাত্রা ধরা হয়েছে ৬,৬০০ কোটি টাকা।

‘পিএম-ডিভাইন’ কর্মসূচির কাজ আগামী ২০২৫-২৬ সালের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করা হবে বলে প্রস্তাবে বলা হয়েছে। এই কর্মসূচির পথ ধরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে শিল্প, পরিকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্প গড়ে তোলা হবে। এর মাধ্যমে উপকৃত হবেন সংশ্লিষ্ট অঞ্চলের নারী ও যুব সমাজ। তাঁদের আয় ও উপার্জনের পথ এই কর্মসূচির আওতায় প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রস্তাবিত ‘পিএম-ডিভাইন’ কর্মসূচি রূপায়ণের কথা ঘোষণা করা হয় ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে। উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার এটি একটি নজির হয়ে থাকবে বলে প্রস্তাবে বলা হয়েছে।

 

PG/SKD/DM/



(Release ID: 1867199) Visitor Counter : 204