রেলমন্ত্রক

রেল চলাচলের ক্ষেত্রে বাতাসে কার্বন নির্গমনের মাত্রা আগামী ২০৩০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ভারতীয় রেলের

Posted On: 07 OCT 2022 11:57AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ অক্টোবর, ২০২২

আগামী ২০৩০ সালের মধ্যে রেল চলাচলের ক্ষেত্রে বাতাসে নির্গত কার্বনের মাত্রা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টিতে এক বিশেষ ভূমিকা পালন করছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে বাতাসে কার্বন নির্গমনের মাত্রা আপাতভাবে ৩৩ শতাংশ হ্রাস করার এক লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

বাতাসে দূষণের মাত্রা কমিয়ে আনারর লক্ষ্যে ভারতীয় রেল যে ব্যবস্থাগুলি ইতিমধ্যেই গ্রহণ করেছে বা গ্রহণ করতে চলেছে তার মধ্যে রয়েছে সারা দেশে ডেডিকেটেড ফ্রেইড করিডর স্থাপন। প্রকল্পের প্রথম পর্যায়ে ৪৫৭ মিলিয়ন টন কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে আনা হবে। প্রকল্পের মেয়াদ ৩০ বছর এবং ওই সময়সীমার মধ্যেই রেল চলাচল বাবদ দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।

বাতাসে কার্বনের মাত্রা কমিয়ে আনতে রেলের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে  তার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ, জল ব্যবহারের ক্ষেত্রে ২০ শতাংশ দক্ষতাবৃদ্ধি, ডিজেলে ৫ শতাংশ হারে জৈব জ্বালানী মিশ্রণ, স্বচ্ছ ভারত মিশনে এক বিশেষ ভূমিকা পালন, জ্বালানী ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তির আরও বেশি মাত্রায় ব্যবহার ইত্যাদি।

পরিবেশ ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। বনায়ন, জল সংরক্ষণ এবং জ্বালানীর বিকল্প উৎস সন্ধান সহ নানা ধরনের পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে।

PG/SKD/NS



(Release ID: 1865878) Visitor Counter : 165