রাষ্ট্রপতিরসচিবালয়

গান্ধী জয়ন্তীর প্রাক্কালে রাষ্ট্রপতির বার্তা

Posted On: 01 OCT 2022 7:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২২

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী গান্ধী জয়ন্তীর প্রাক্কালে জাতির উদ্দেশে নিম্নলিখিত বার্তা দিয়েছেন:

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, “মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি দেশবাসীর পক্ষ থেকে জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি জানাই। 

গান্ধী জয়ন্তী আমাদের সকলকে মূল্যবোধ এবং শান্তি, সমতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে উদ্বুদ্ধ করে। দেশ এ বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছে। এই সময়ে গান্ধী জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় আমাদের সকলকে দেশের জন্য গান্ধীজীর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করতে হবে। 

এক শতক আগে গান্ধীজী লক্ষ লক্ষ মানুষকে স্বদেশী হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আত্মনির্ভর হয়ে ওঠার উপর জোর দিয়েছিলেন। এক আত্মনির্ভর ভারত গঠনের যে কাজ বর্তমানে চলছে, তা মহাত্মা গান্ধীর সেই দৃষ্টিভঙ্গী থেকেই উদ্ধৃত হয়েছে। এটি বাস্তবায়িত হলে তা হবে, জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁর লক্ষ্য ছিল পরিচ্ছন্ন ভারত - সুস্থ ভারত। এই লক্ষ্য পূরণের জন্য গৃহীত পদক্ষেপ থেকে এখন ক্রমশ সুফল পাওয়া যাচ্ছে। 

স্বাধীনতার শতবর্ষ আগে আমরা এখন অমৃতকালে প্রবেশ করেছি। এই সময়ে এটা জেনে আমরা আনন্দিত যে, দেশের তরুণ প্রজন্মও গান্ধীজীর কাছ থেকে প্রেরণা গ্রহণ করছেন। সারা বিশ্ব যখন ক্রমশ জটিল চ্যালেঞ্জের মোকাবিলা করছে, তখন আমরা তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে এইসব চ্যালেঞ্জ মোকাবিলার পন্থাপদ্ধতির সন্ধান চালাচ্ছি। 
    
গান্ধীজী মানবজাতিকে করুণা ও সহনশীলতার ক্ষমতা দেখিয়েছেন। চলুন, আরও একবার তাঁর প্রদর্শিত অহিংসার পথে চলার প্রতিশ্রুতি গ্রহণ করি। নিজেদের মধ্যে সদ্ভাব আরও মজবুত করি এবং দেশ ও দশের উন্নতির জন্য কাজ করার সংকল্প নিই”। 

রাষ্ট্রপতির ভাষণটি দেখার জন্য এখানে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/oct/doc2022101113001.pdf


PG/PM/SB



(Release ID: 1864384) Visitor Counter : 166