প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-জাপান নিবিড় অংশীদারিত্বের কথা উল্লেখ করলেন শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 27 SEP 2022 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২২

 

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,

এক শোক ও দুঃখের আবহে আজ আমরা এখানে মিলিত হয়েছি। জাপানে এসে পৌঁছনোর পর থেকে আমি খুবই বেদনার্ত অনুভব করছি কারণ, শেষবার জাপান সফরের সময় প্রয়াত আবে-র সঙ্গে এক দীর্ঘ আলাপ-আলোচনায় আমি মিলিত হয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে এ দেশ থেকে চলে যাওয়ার পরই এই ধরনের একটি হৃদয়বিদারক সংবাদ আমার কাছে পৌঁছবে।

প্রয়াত আবে-র সঙ্গেই এখানকার বিদেশ মন্ত্রীও ভারত-জাপান সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্কের প্রসারও ঘটিয়েছেন তাঁরা। আমাদের এই মৈত্রী সম্পর্ক অর্থাৎ, ভারত-জাপান অংশীদারিত্ব বিশ্ব প্রেক্ষাপটেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য ভারতবাসীর কাছে প্রয়াত আবে-র স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে। তাঁদের মনে জাপানের স্মৃতি রয়েছে অটুট। ভারত তাঁর অভাব প্রতি মুহূর্তেই অনুভব করছে।

কিন্তু আপনার নেতৃত্বে ভারত-জাপান সম্পর্ক যে আরও গভীরতর হবে এবং এক নতুন মাত্রায় পৌঁছে যাবে, এ বিষয়ে আমি স্থির প্রত্যয়ী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্ব সমস্যার সমাধানে আমরা এক উপযুক্ত ভূমিকা পালন করতে পারব।

প্রধানমন্ত্রী মূল বক্তব্যটি ছিল হিন্দিতে

 

PG/SKD/DM/




(Release ID: 1863562) Visitor Counter : 115