যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

আইএসডি কল-এর ক্ষেত্রে প্রতারণার অভিযোগে ৩০টির মতো বেআইনি টেলিকম সংস্থার হদিশ পেল কেন্দ্রীয় টেলিযোগযোগ দপ্তর

Posted On: 28 SEP 2022 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২

গত চার মাসে এক বিশেষ অভিযান চালিয়ে দেশে ৩০টির মতো ভুয়ো টেলিকম সংস্থার হদিশ পেয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর। অনুসন্ধানে প্রকাশ, এই প্রতারক সংস্থাগুলি ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকদের মোবাইল ও টেলিফোনে আন্তর্জাতিক কল বা আইএসডি-র ফাঁদ পাতছিল। এই ধরনের বেআইনি তৎপরতা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার পক্ষে যেমন বিপজ্জনক, অন্যদিকে তেমনই সরকারের রাজস্ব অর্জনের পথেও এক বাধাবিশেষ হয়ে দাঁড়িয়েছিল। আইন বলবৎকারী সংস্থা এবং টিএসপি-র সঙ্গে এক ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে টেলিযোগাযোগ দপ্তর এই অভিযান চালায়।

দপ্তরের পক্ষ থেকে জনসাধারণের কাছে এই মর্মে আবেদন জানানো হয়েছে যে এই ধরনের বেআইনি কল সেন্টারের সন্ধান পাওয়া গেলে তা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়। ভারতের মোবাইল ও ল্যান্ডলাইন নম্বরকে ব্যবহার করে যদি কোনরকম আন্তর্জাতিক কল-এর সন্ধান পাওয়া যায়, তবে তা যেন সঙ্গে সঙ্গে 1800110420 / 1963 – এই নম্বরে জানানো হয়।


PG/SKD/DM



(Release ID: 1863337) Visitor Counter : 111