রেলমন্ত্রক

ট্রেনের গতিপথ চিহ্নিত করতে ভারতীয় রেল নতুন প্রযুক্তি ব্যবহার করছে

Posted On: 23 SEP 2022 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২২

ইসরো-র সঙ্গে যৌথ সহযোগিতায় তৈরি রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম (আরটিআইএস) লোকোমোটিভগুলিতে লাগানো হচ্ছে। এর ফলে স্টেশনে ট্রেন আসা ও ছেড়ে যাওয়ার সময় অথবা স্টেশনে না থেমে চলে যাওয়ার সময় সম্পর্কিত সঠিক তথ্য এই যন্ত্রের মাধ্যমে পাওয়া যাবে। কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশন (সিওএ) সিস্টেমে সেই ট্রেনগুলির কন্ট্রোল চার্টে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে ধরা যাবে।

প্রত্যেক ৩০ সেকেন্ড অন্তর পর্যায়ক্রমে আরটিআইএস আপডেট দেবে। এর ফলে, ট্রেন কোথায় রয়েছে এবং কি গতিতে যাচ্ছে তার সমস্ত কিছুই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হবে।

আরটিআইএস যন্ত্রটি ২,৭০০টি লোকোমোটিভে ২১টি বৈদ্যুতিক লোকোশেডে স্থাপন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৬ হাজার লোকোমোটিভ এবং ৫০টি লোকো শেডে আরটিআইএস-এর সাহায্যে ইসরো-র ‘স্যাটকম’ হাব ব্যবহার করা হবে। বর্তমানে, প্রায় ৬,৫০০টি লোকোমোটিভ থেকে জিপিএস ফিড সরাসরি কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশনে (সিওএ) দেওয়া হচ্ছে৷ এটি সিওএ এবং এনটিইএস-এর সমন্বয়ের মাধ্যমে ট্রেনের স্বয়ংক্রিয় চার্ট এবং যাত্রীদের রিয়েল টাইম তথ্য দিতে পারবে।

 
PG/AB/DM



(Release ID: 1861790) Visitor Counter : 158