নির্বাচনকমিশন

ভারতের নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে বিএলও ই-পত্রিকা-র সূচনা করেছে

Posted On: 14 SEP 2022 5:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর ২০২২

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) আজ নতুন ডিজিটাল প্রকাশনা ‘বিএলও ই-পত্রিকা’ প্রকাশ করল সারা ভারতের বুথ লেভেল অফিসার (বিএলও)-দের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠানে। ৩৫০-এর বেশি বিএলও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও)-দের কার্যালয় থেকে এতে যোগ দেন।  নিকটস্থ রাজ্য রাজস্থান, উত্তরপ্রদেশ এবং দিল্লির ৫০ জন বিএলও সশরীরে উপস্থিত ছিলেন নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারের সূচনা অনুষ্ঠানে। এটি সরাসরি দেখানো হয় ইসিআই-এর ইউটিউব চ্যানেল https://www.youtube.com/watch?v=vNI2qtQD5VA –এ যাতে ১০ লক্ষের বেশি বিএলও যোগদান করতে পারেন।

বিএলও-রা এই অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনের সঙ্গে আলাপচারিতায় তাঁদের সাফল্যের কথা এবং কর্তব্য পালনের সময় সমস্যা ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। এই প্রথম সারা দেশের বিএলও-দের সঙ্গে কমিশন এই ধরনের সরাসরি আলাপচারিতা করল। সবক’টি রাজ্যের সিইও এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার জানান, নির্বাচন কমিশনের মূল ভিত্তি হিসেবে বিএলও-রা বড় ভূমিকা নিয়ে থাকেন। তাঁদের মাধ্যমেই মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের সরাসরি যোগ স্থাপন হয় এবং গণতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে তাঁদের অংশগ্রহণের মাধ্যমে। সারা দেশের প্রত্যেক ভোটারের জন্য বিএলও-রাই তথ্যের প্রাথমিক উৎস। মুখ্য নির্বাচন আয়ুক্ত বলেন, ‘বিএলও ই-পত্রিকা’ প্রকাশের উদ্দেশ্য বুথ স্তরের আধিকারিকদের আরও বেশি তথ্য সমৃদ্ধ ও অনুপ্রাণিত করা।

নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে বলেন, দ্বিমাসিক এই ই-ম্যাগাজিন কমিশনের অভিনব উদ্যোগ। এটি তিনভাবে উদ্দেশ্যসাধন করবে – তৃণমূল স্তরে নির্বাচন কমিশনের নির্দেশ পৌঁছে দিতে, যে কোনো তথ্য ও সফলতার কাহিনী জানাতে এবং রাজ্যগুলির অভিজ্ঞতা ভাগ করে নিতে। তিনি বলেন, পূর্বে প্রতি পাঁচ বছর অন্তর ভোটার তালিকা তৈরি হত। এখন সেটাই করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। পরবর্তীকালে সচিত্র ভোটার তালিকাও তৈরি করা হচ্ছে প্রতি বছর সংশোধনের মাধ্যমে। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়মিত বিএলও-দের সঙ্গে সম্পর্ক রাখার আর্জি জানান।

সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (এসভিইইপি)-র ভারপ্রাপ্ত বরিষ্ঠ উপ-নির্বাচন কমিশনার শ্রী ধর্মেন্দ্র শর্মা এবং শ্রী নীতেশ ব্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দ্বিমাসিক এই ই-পত্রিকার বিষয়সূচির মধ্যে থাকবে ইভিএম-ভিভিপ্যাট প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তির প্রয়োগ, পরিশোধন, পরিমার্জন, পোলিং বুথে ন্যূনতম এসভিইইপি-র কাজ, পোস্টাল ব্যালটের সুবিধা, নির্বাচনে অংশগ্রহণ, ভোটার সাক্ষরতা ক্লাব, অভিনব ভোটার সচেতনতা উদ্যোগ এবং জাতীয় দিবস। এই পত্রিকাটি পাওয়া যাবে ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষায়। ‘বিএলও ই-পত্রিকা’র ইংরেজি ও হিন্দি সংস্করণ পড়া যাবে নির্বাচন কমিশনের নিম্নলিখিত লিঙ্কে –

https://ecisveep.nic.in/ebook/BLO-E-Patrika-en/index.html https://ecisveep.nic.in/ebook/BLO-E-Patrika-hindi/index.html

এছাড়াও নির্বাচন কমিশনের ট্যুইটার হ্যান্ডেল - @ECISVEEP এবং ‘গরুড়’ অ্যাপ-এ পাওয়া যাবে।

 
PG/AP/DM



(Release ID: 1859540) Visitor Counter : 145