নির্বাচনকমিশন

নির্বাচন কমিশন ২৫৩টি নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দল নিষ্ক্রিয় থাকার কারনে ১৯৬৮ সালে প্রতীক সংক্রান্ত নির্দেশের সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

Posted On: 13 SEP 2022 6:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩  সেপ্টেম্বর, ২০২২

 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে আরও ৮৬টি দলকে চিহ্নিত করেছেন। এছাড়াও ২৫৩টি নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দলকে নিষ্ক্রিয় বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৫ মে থেকে এ পর্যন্ত ৫৩৭টি নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিল।

জনপ্রতিনিধিত্ব আইনের ২৯ ক ধারায় কোনো রাজনৈতিক দল যদি তার নাম, সদর দপ্তর, দলের কার্যনির্বাহিনী সদস্য, ঠিকানা এবং প্যানের পরিবর্তন করে তাহলে কমিশনকে তৎক্ষণাৎ তা জানাতে হবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা তথ্য যাচাই করতে গিয়ে ৮৬টি এ ধরনের দলের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। ২৫ মে কমিশন মোট ৮৭টি এ ধরনের দলের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে।

এর আগে বিহার, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা জানিয়েছেন ২৫৩টি নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। এই দলগুলি নিষ্ক্রিয়। এদের কাছে চিঠি পাঠালেও এরা যোগাযোগ করেনি। শুধু তাই নয় ২০১৪ এবং ২০১৯এর লোকসভা নির্বাচন ও সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে দলগুলি অংশও নেয়নি।

১৯৬৮ সালের প্রতীক সংক্রান্ত নির্দেশাবলী ১০এ বি অনুচ্ছেদে বলা হয়েছে ৬৬টি দল একই নির্বাচনী প্রতীক বরাদ্দ করার জন্য অনুরোধ জানায়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে হলে রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের ৫ শতাংশ পেতে হবে। কিন্তু সংশ্লিষ্ট দলগুলি ওই পরিমান ভোট পায়নি।

কমিশন সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধীকৃত অস্বীকৃত রাজনৈতিক দলের তালিকা থেকে ৮৬টি দলকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারায় ২৫৩টি দলকে নিষ্ক্রিয় হিসেবে শনাক্ত করা হয়েছে।

 

PG/CB/NS



(Release ID: 1859199) Visitor Counter : 112