রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 06 SEP 2022 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর ২০২২

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্‌মু বলেন, আমাদের অভিন্ন ইতিহাস, ভাষা এবং সংস্কৃতির কারণে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষ এবং ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন একটি বিশেষ মুহূর্ত। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক অনুষ্ঠানগুলিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের দিকটি কতটা গুরুত্বের  সঙ্গে বিবেচনা করে, তা প্রতিফলিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ভারত নির্ভরযোগ্য অংশীদারের ভূমিকা বজায় রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।

শ্রীমতী মুর্মু বলেছেন, সহযোগিতা এবং পারস্পরিক আস্থা অর্জনের ভাবনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে চলেছে। মহামারী এবং বর্তমান যুগের আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ আর্থিক দিক থেকে পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক বজায় রেখে চলে। তিনি আশা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে।

 
PG/CB/DM/


(Release ID: 1857616) Visitor Counter : 209