ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেইল-এর বিশেষ ধরনের ইস্পাতের সাহায্যে আইএনএস বিক্রান্ত-এর নির্মাণ

Posted On: 01 SEP 2022 7:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর ২০২২

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত নির্মাণে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল-এর বিশেষ ধরনের ইস্পাত ব্যবহার করা হয়েছে। মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইল, রণতরীর কাঠামো নির্মাণে ‘২৪৯এ’ গ্রেডের ডিএমআর প্লেট সরবরাহ করেছে। যুদ্ধজাহাজের ডেকের যে অংশে বিমান থাকবে সেটি নির্মাণে ‘২৪৯বি’ গ্রেডের ডিএমআর প্লেট ব্যবহৃত হয়েছে যা সেইল সরবরাহ করেছে।

এর মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত অভিযানে আরও একধাপ এগোনো সম্ভব হল। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত এই যুদ্ধজাহাজে ৩০ হাজার টন বিশেষ ধরনের ইস্পাত সেইল সরবরাহ করার ফলে বিদেশ থেকে ইস্পাত আমদানির প্রয়োজন হয়নি। স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশে তৈরি নৌ-বাহিনীর রণতরী একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর মাধ্যমে কারিগরি ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের দক্ষতা প্রমাণিত হয়। দোসরা সেপ্টেম্বর নৌ-বাহিনীতে আইএনএস বিক্রান্ত-এর অন্তর্ভুক্তি হবে। এর মাধ্যমে বিশ্বে যে কয়টি দেশ বিমানবাহী রণতরী নির্মাণ করতে পারে সেই তালিকায় ভারত অন্তর্ভুক্ত হল। প্রযুক্তির এই অনন্য নিদর্শনে সেইল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 
PG/CB/DM


(Release ID: 1856270) Visitor Counter : 172