প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ র‌্যাডার কেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রীর সফর

Posted On: 29 AUG 2022 3:17PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ আগস্ট, ২০২২

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ র‌্যাডার কেন্দ্র ঘুরে দেখেন। তাঁকে সুসংহত এয়ার কম্যান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাটি দেখানো হয়। ভারতীয় বিমান বাহিনীর জন্য এই ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিমান বাহিনীর সদস্যদের সেন্সর-টু-শ্যুটার লুপ-এর সমস্যা হ্রাস পায় এবং বিভিন্ন পরিস্থিতির যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব হয়। এই কেন্দ্রের সাহায্যে দেশ জুড়ে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়।

সফরকালে প্রতিরক্ষা মন্ত্রীকে দেশের বিভিন্ন প্রান্তের নেটওয়ার্ক পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানানো হয়। এর মধ্যে যুদ্ধ বিমান, পণ্যবাহী বিমান এবং দূর সঞ্চার ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রিত বিমানগুলির সমন্বিত পরিচালন পদ্ধতিও রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে শ্রী সিং-কে অবগত করা হয়। সারা বছর ধরে দেশের আকাশপথকে নিরাপদ রাখার জন্য বিমান বাহিনীর যোদ্ধারা যেভাবে কাজ করে চলেছেন, শ্রী সিং তাঁদের সেই উদ্যোগের প্রশংসা করেন।

PG/CB/NS


(Release ID: 1855277) Visitor Counter : 152