বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
গত চার মাসে আধার কর্তৃপক্ষ ৭৯ লক্ষ শিশুর তথ্যাদি বাল আধার-এ নথিভুক্ত করেছে
प्रविष्टि तिथि:
15 AUG 2022 4:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ আগস্ট ২০২২
বর্তমান অর্থবর্ষের প্রথম চার মাসে আধার কর্তৃপক্ষ ০-৫ বছর বয়সী ৭৯ লক্ষ শিশুর তথ্যাদি নথিভুক্ত করেছে। এই উদ্যোগকে ‘বাল আধার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত ০-৫ বছর বয়সী ২ কোটি ৬৪ লক্ষ শিশুর তথ্যাদি ‘বাল আধার’-এ নথিভুক্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ‘বাল আধার’ নিবন্ধীকরণের কাজ সন্তোষজনক হারে এগিয়ে চলেছে। হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় ৭০ শতাংশ শিশুর নাম ইতোমধ্যেই নিবন্ধীকৃত হয়েছে। জম্মু-কাশ্মীর, মিজোরাম, দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষাদ্বীপেও শিশুদের নিবন্ধীকরণের কাজ দ্রুতহারে হচ্ছে।
দেশজুড়ে সার্বিকভাবে ৯৪ শতাংশ নাগরিক আধারে নাম নথিভুক্ত করেছেন। এর ফলে সহজ জীবনযাত্রা এবং সহজে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) বা আধার কর্তৃপক্ষ নাগরিকদের তাঁদের সন্তানের নাম ‘বাল আধার’ উদ্যোগে নিবন্ধীকৃত করতে আহ্বান জানাচ্ছে। ‘বাল আধার’-এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে পারবে। এছাড়াও, সচিত্র পরিচয়পত্রের সুবিধাও পাওয়া যাবে। আধারে নিবন্ধীকরণের সময় হাতের আঙুলের ছাপ এবং চোখের মণির ছবি তোলা হয়। তবে, ‘বাল আধার’-এ শুধুমাত্র শিশুর মুখের অবয়ব এবং তার বাবা-মা অথবা অভিভাবকের (যাঁদের বৈধ আধার রয়েছে) বায়োমেট্রিক তথ্য থাকে।
আধার সঙ্গে ‘বাল আধার’-এর তফাৎ হল এটি নীল রঙের এবং পাঁচ বছর বয়সের পর এর বৈধতা শেষ হয়ে যায়। শিশুর বয়স পাঁচ বছর হলে তাকে আধার সেবা কেন্দ্রে গিয়ে বিভিন্ন বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে নতুন আধার কার্ড করানো বাধ্যতামূলক।
PG/CB/DM/
(रिलीज़ आईडी: 1852339)
आगंतुक पटल : 227