পরিবেশওঅরণ্যমন্ত্রক

স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশে ৭৫টি রামসর সাইট


ভারত আরও ১১টি জলাভূমিকে রামসর তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করেছে

Posted On: 13 AUG 2022 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২২

 

স্বাধীনতার ৭৫তম বর্ষে আরও ১১টি জলাভূমি রামসর তালিকাভুক্ত করায় দেশে মোট ৭৫টি জলাভূমি রামসর সাইট – এর তালিকাভুক্ত হয়েছে। ৪টি তামিলনাডুতে, ৩টি ওডিশায়, ২টি জম্মু-কাশ্মীরে এবং মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১টি করে জলাভূমি অর্থাৎ ১১টি নতুন জলাভূমিকে ౼ সম্প্রতি এই তালিকায় যুক্ত করা হয়েছে। ১৯৮২’র পয়লা ফেব্রুয়ারি ইরানের রামসরে আয়োজিত সম্মেলনে ভারত জলাভূমির এই জোটে অন্তর্ভুক্ত হয়। ১৯৮২ থেকে ২০১৩ পর্যন্ত ২৬টি জলাভূমি রামসর সাইটের মর্যাদা পায়। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২২ সময়কালে আরও ৪৯টি জলাভূমিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের মধ্যে তামিলনাডুতে সবচেয়ে বেশি – ১৪টি জলাভূমি রামসর সাইটের মর্যাদা পেয়েছে। এরপরই উত্তর প্রদেশের স্থান। এই রাজ্যে মোট ১০টি জলাভূমি রামসর সাইটের মর্যাদা পেয়েছে।

 
PG/CB/SB



(Release ID: 1851968) Visitor Counter : 283