স্বরাষ্ট্র মন্ত্রক
২০২২-এ তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক প্রদান
प्रविष्टि तिथि:
12 AUG 2022 12:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২২
১৫১ জন পুলিশ আধিকারিককে ২০২২ সালে তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক প্রদান করা হয়েছে। (তালিকায় নামের উল্লেখ রয়েছে)। অপরাধের তদন্তে উচ্চ পেশাগত দক্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তদন্তে শ্রেষ্ঠত্বকে চিহ্নিত করতে ২০১৮ সালে এই পদকের সূচনা করা হয়।
এই পুরস্কার প্রাপদের মধ্যে রয়েছেন সিবিআই-এর ১৫ জন, মহারাষ্ট্র পুলিশ থেকে ১১ জন, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ পুলিশ থেকে ১০ জন, কেরল, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ পুলিশ থেকে ৮ জন করে। এছাড়া অন্যান্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/ বিভিন্ন সংস্থা থেকে বাকিরা রয়েছেন। পদক প্রাপকদের মধ্যে ২৮ জন মহিলা পুলিশ আধিকারিক রয়েছেন।
নামের তালিকা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851166।
PG/AB/NS
(रिलीज़ आईडी: 1851314)
आगंतुक पटल : 261