সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ন্যাশনাল স্কুল অফ ড্রামা মুম্বাইতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ – ২২তম ভারত রঙ মহোৎসব, ২০২২ – এর আয়োজন করেছে

Posted On: 08 AUG 2022 2:44PM by PIB Kolkata

মুম্বাই, ০৮ অগাস্ট, ২০২২

 

ন্যাশনাল স্কুল অফ ড্রামা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ – এর অঙ্গ হিসাবে দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ২২তম ভারত রঙ মহোৎসব, ২০২২ – এর আয়োজন করেছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ১৬ জুলাই থেকে ১৪ অগাস্ট পর্যন্ত দিল্লি, ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর, বেঙ্গালুরু ও মুম্বাইতে ৩০টি নাটক প্রদর্শিত হচ্ছে।

মুম্বাইতে সংস্কৃতি মন্ত্রক এবং পি এল দেশপান্ডে মহারাষ্ট্র কলা অ্যাকাডেমী যৌথ উদ্যোগে আত্মোৎসর্গের উপর ৯-১৩ অগাস্ট পর্যন্ত ভারত রঙ মহোৎসব অনুষ্ঠান আয়োজিত হবে। ৯ অগাস্ট মঙ্গলবার রবীন্দ্র নাট্য মন্দিরে এর সূচনা করবেন মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি। উপস্থিত থাকবেন প্রবীণ অভিনেত্রী রোহিনী হাট্টাঙ্গরী, নির্দেশক সতীশ কৌশিক ও বাণী ত্রিপাঠী টিক্কু। ন্যাশনাল স্কুল অফ ড্রামার নির্দেশক অধ্যাপক রমেশ চন্দ্র গৌর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই উৎসবে স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও আত্মবলিদানের উপর প্রখ্যাত নাট্য নির্দেশকদের তৈরি নাটক প্রদর্শিত হবে। উৎসবের প্রথম দিনে চন্দ্রকান্ত তিওয়ারি নির্দেশিত ‘আই অ্যাম সুভাষ’ নাটকটি প্রদর্শিত হবে। ১০ অগাস্ট ডঃ মঙ্গেশ বনসুদ নির্দেশিত ‘গান্ধী – আম্বেদকর’ নাটকটি প্রদর্শিত হবে। ১১ অগাস্ট রূপেশ পাওয়ারের নাটক ‘অগাস্ট ক্রান্তি’ এবং ১২ অগাস্ট সুনীল যোশীর ‘তিলক অ্যান্ড আগরকর’ নাটক প্রদর্শিত হবে। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ১৩ অগাস্ট মঞ্চস্থ হবে মহম্মদ নাজির কুরেশি নির্দেশিত ‘রঙ্গ দে বসন্তী চোলা’।

 

PG/PM/SB


(Release ID: 1850248) Visitor Counter : 180