নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন বাৎসল্যের মাধ্যমে ভিন্নভাবে সক্ষম শিশুদের সহায়তা

Posted On: 05 AUG 2022 12:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২২

সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মিশন বাৎসল্য প্রকল্পটির পরিকল্পনা করা হয়েছে। ২০১৫ সালে জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিল্ড্রেন) আইন এবং ২০১২ সালের প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস আইন অনুযায়ী এই প্রকল্প প্রণয়ন করা হয়। এর মাধ্যমে চাইল্ড কেয়ার ইন্সটিটিউশনগুলিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পৃথক ব্যবস্থাপনা গড়ে তোলা হয়। যেসব শিশু শারীরিক বা মানসিক কারণে বিদ্যালয়মুখী হতে পারে না, তাদের জন্যই এই ব্যবস্থা। সংশ্লিষ্ট কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, থেরাপিস্ট এবং নার্স থাকেন। শিশুদের সুবিধার জন্য চিহ্ন ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ, স্পর্শ বর্ণমালা বা ব্রেইল অ্যালফাবেট সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী।

PG/CB/SB


(Release ID: 1848746) Visitor Counter : 171
Read this release in: English , Urdu , Punjabi , Malayalam