রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির সাক্ষাৎ

Posted On: 02 AUG 2022 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অগাস্ট, ২০২২

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ (২ অগাস্ট, ২০২২) মালদ্বীপের রাষ্ট্রপতি শ্রী ইব্রাহিম মোহামেদ সোলিহ সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতি ভবনে মালদ্বীপের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং যাঁর নেতৃত্বে মালদ্বীপ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে, সেই মোহামেদ সোলিহ-কে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।

রাষ্ট্রপতি বলেছেন, মালদ্বীপ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। উভয় দেশের জনসাধারণের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভারতের ‘প্রতিবেশী সর্বাগ্রে নীতি’ অনুসারে, মালদ্বীপের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। প্রয়োজন-ভিত্তিক আর্থিক ও উন্নয়ন ক্ষেত্রে ভারতের সহায়তায় মালদ্বীপ সরকারের উন্নয়নমূলক কাজে গতি আসায় রাষ্ট্রপতি আনন্দিত।

দুটি দেশের উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ, আর্থিক যোগসূত্র এবং  উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ফলে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। কোভিড-১৯ মহামারীর সময় মালদ্বীপ সরকার ও জনসাধারণের সাহস ও ধৈর্য্যের তিনি প্রশংসা করেন। তিনি বলেন, অতিমারীর সময় ভারত ও মালদ্বীপের মধ্যে নিবিড় সহযোগিতা সমগ্র অঞ্চলের কাছে আদর্শ হিসাবে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে অংশীদারিত্বের ক্ষেত্রে দক্ষতা বিকাশ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মালদ্বীপের রাষ্ট্রপতির সফরের সময় যে সমঝোতাপত্রগুলি স্বাক্ষরিত হয়েছে, তার মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

 

PG/CB/SB



(Release ID: 1847942) Visitor Counter : 102