প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

১৯৯৯ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের ২৩তম বার্ষিকী উপলক্ষে দেশ কার্গিল যুদ্ধের নায়কদের শ্রদ্ধা নিবেদন করছে

Posted On: 26 JUL 2022 12:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২২

১৯৯৯ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের ২৩তম বার্ষিকী উপলক্ষে দেশ কার্গিল যুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। প্রতি বছর আজকের দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়। আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার, সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। জাতীয় যুদ্ধ স্মারকের দর্শকদের জন্য নির্ধারিত পুস্তকে শ্রী রাজনাথ সিং যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মবলিদানের কথা স্মরণ করেন। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার জন্য বাহিনীর সদস্যদের প্রতি দেশ চিরকৃতজ্ঞ থাকবে। তাঁদের কথা স্মরণে রেখে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে চলেছি।

কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্রাস-এ কার্গিল যুদ্ধ স্মারকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কার্গিল সংঘাতের সময় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যরা বিমানবাহিনীর সহযোগিতায় পর্বতপ্রমাণ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে দুর্গম অঞ্চলে, খারাপ আবহাওয়ার মধ্যে শত্রুপক্ষকে পরাজিত করে।

PG/CB/DM


(Release ID: 1844943) Visitor Counter : 160