সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য ২০২১ এবং ২০২২ সালের জাতীয় পুরস্কার

Posted On: 23 JUL 2022 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২২

 

ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তর ১৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে ২০২১ এবং ২০২২ সালের জাতীয় পুরস্কার প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। ১৫ জুলাই থেকে ২৮ আগস্টের মধ্যে পুরস্কার সংক্রান্ত অনলাইন পোর্টাল www.awards.gov.in-এ আবেদন জমা দিতে হবে। দপ্তরের ওয়েবসাইট - www.disabilityaffairs.gov.in-এ বিজ্ঞাপনটি দেওয়া রয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই পুরস্কারের বিষয়ে প্রচার চালানোর জন্য ১৯ জুলাই চিঠি পাঠানো হয়েছে।


PG/CB/DM/


(Release ID: 1844372) Visitor Counter : 144